বরিশালে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ
বরিশাল নগরীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেছেন গৃহবধূ।
গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেন ওই গৃহবধূ। এর আগে গত বুধবার এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন, ওই গৃহবধূর স্বামী নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস খলিফা, একই এলাকার রিপন মাঝি, ইউনুসের চাচাতো ভাই লিটন খলিফা ও কবির খান।
এ ঘটনায় বিচারক শেখ আবু তাহের অভিযোগ তদন্ত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ও ওসিসির কো-অর্ডিনেটরকে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন ওসির কাছে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে আইনজীবী একেএম আমিনুল ইসলাম সেন্টু জানান, গত ১ মার্চ রাতে ইউনুস তার স্ত্রীকে জরুরি কথা শোনার জন্য ঘরের পাশে জমিতে নেয়। সেখানে পূর্ব থেকে অবস্থানকারী রিপন ও লিটন গামছা দিয়ে ওই গৃহবধূর মুখ চেপে ধরে ও পা বেঁধে ফেলে।
গৃহবধূ অভিযোগ করে বলেন, স্বামী ইউনুসের সহায়তায় তারা পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই গৃহবধূকে শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন