বরিশালে স্বামী-স্ত্রী, বাবা-ছেলে, ভাই-ভাইয়ে লড়াই
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে দুই পরিবারের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে স্বামী-স্ত্রী, বাবা-ছেলে এবং ভাইয়ে-ভাইয়ে লড়াই জমে উঠেছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে টরকীর চর এলাকার বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ এম মোশারফ হোসেন ও তার স্ত্রী রাজিয়া সুলতানা লাভলী প্রার্থী হয়েছেন। ওই ওয়ার্ডেই বড় কসবা এলাকার খান বংশের প্রার্থী চারজন। প্রার্থীরা হলেন- এস্কেন্দার আলী খান ও তার ছেলে মামুন খান। বর্তমান পৌর কাউন্সিলর কে এম আহসান ইমাম ওরফে খায়রুল খান ও তার চাচাতো ভাই মাসুদ খান।
পারিবারিক কোন্দলের কারণে একই পরিবারে একাধিক প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে প্রার্থীদের মধ্যে কেউ কেউ এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অনেকে জানিয়েছেন, এসব প্রার্থীর কেউ কেউ পারিবারিক দিক বিবেচনা করে ১৩ ডিসেম্বর মনোনায়ন প্রত্যাহার করবেন।
সদ্য বিদায়ী কাউন্সিলর কে এম আহসান ইমাম ওরফে খায়রুল খান বলেন, ‘এর আগে আমার বংশের সবাই আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি এবারও মনোনায়নপত্র কিনেছি। এ ছাড়া ওয়ার্ডবাসী আমাকে ভালবাসেন। আমি মনে করি, এতে কোনো বিরূপ প্রভাব পড়বে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের বংশে চারজন প্রার্থী হলেও প্রত্যেকের বাড়ির দূরত্ব অনেক। তারপরও ১৩ ডিসেম্বরের আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আমি সে পর্যন্ত অপেক্ষা করতে চাই।’
নির্বাচনে স্বামী-স্ত্রীর প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ তাদের পরিবারিক বিষয়। তবে শুনেছি, একজন প্রার্থিতা প্রত্যাহার করবেন।’
কাউন্সিলর পদপ্রার্থী এইচ এম মোশারফ হোসেন জানান, তারা স্বামী ও স্ত্রীর মধ্যে একজনই শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৩ ডিসেম্বর যেকোনো একজনকে মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন