বরিশালে হামলা করেছে যুব ও ছাত্রলীগ, কারাগারে বিএনপি কর্মীরা!
বরিশালের গৌরনদীর বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়ার বাড়িতে শনিবার (১২ নভেম্বর) হামলা চালায় যুব ও ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে ওই মামলায় যুব ও ছাত্রলীগের কোনও কর্মীকে আটক না করে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
গৌরনদী থানার এসআই মো. ফকরুদ্দিনের করা মামলার রবিবার বরিশালের বিচারিক হাকিম মো. এনায়েত উল্ল্যাহ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের বাড়িতে শনিবার দুপুরে সরকারবিরোধী সভা চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের টরকী বন্দরের বাসার সামনে থেকে তাদের আটক করা হয়।
মামলায় বাদী এসআই ফকরুদ্দিন বলেন, আসামিরা সবাই বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক। তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গোপন বৈঠক করছিল। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে আবুল হোসেন জানান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপি কমিটি গঠন নিয়ে তার বাসায় সভা হচ্ছিল। দুপুরে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাসায় হামলা চালায়। হামলাকারীদের মারধরে ৮ জনকে আহত হয়। তারা বাসায় ভাঙচুরও করে। এসময় জিজ্ঞাসাবাদের নামে ৮ জনকে আটক করে। পরে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন