বরিশাল মেডিকেলে কর্মচারী নিয়োগে বাণিজ্য : তদন্তে দুদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগ কেলেঙ্কারি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় সোমবার নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য দুদকে জমা দিয়েছেন হসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি জানতে সোমবার বিকেলে যোগাযোগ করা হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের পরিচালক মো. আকতার হোসাইন বলেন, শেবাচিম হাসপাতালের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ বরিশাল দুদক অনুসন্ধান করবে। তাই নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র সোমবারের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যে কর্মকর্তার কাছে রয়েছে তিনি নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার নির্ধারিত সময়ের মধ্যে সকল কাগজপত্র জমা দিতে পারে নি। তবে বর্তমানে শেবাচিম হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য দুদকে দিয়েছেন। দুদক অভিযোগের সত্যতা অনুসন্ধান করছে। তবে এটা দুদকের কোনো নিয়মিত মামলা নয় বলে পরিচালক আকতার হোসেন জানান।
এ প্রসঙ্গে শেবাচিম হাসপাতালে পরিচালক এস.এম সিরাজুল ইসলাম বলেন, নিয়োগ হওয়া সকল কাগজপত্র বরখাস্ত হওয়া তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিলের কাছে রয়েছে। দুদকের চিঠি পাওয়ার পর কাগজপত্র জমা দেওয়ার জন্য জলিলকে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন না। তাদের কাছে যেসব কাগজপত্র রয়েছে তা দুদকে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শেবাচিম হাসপাতালে ২২৬ জন কর্মচারী নিয়োগে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠায় গত জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত সকল কর্মচারীর নিয়োগ স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই অভিযোগে হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. নিজাম উদ্দিন ফারুক বর্তমানে অবসরকালীন ছুটি, উপ পরিচালক ডা. শহীদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে নিয়োগ স্থগিত হওয়া কর্মচারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে উচ্চদালতে মামলা দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন