বরুণ ধবনের দুশ্চিন্তার কারণ? নাম না-জানা একটি মেয়ে


একটি মেয়ে। তাঁর নামও জানেন না বরুণ ধবন। কিন্তু সেই তরুণীই এখন বরুণ ধবনের মাথাব্যথার বড় কারণ। কী করেছেন সেই তরুণী? কেনই বা বরুণ এমন দুশ্চিন্তায়?
ধবন। হতে পারে তিনি এই মুহূর্তে বলিউডের সবথেকে সাড়া ফেলা সুপারস্টার। হতে পারে বলিউডের হার্টথ্রব তিনি। হতে পারে তাঁকে নিয়ে কোনও গসিপ পেলে খবর বিক্রি হয় গরম কেকের মতো। কিন্তু এহেন লাইমলাইটে থেকেও বরুণ ধবন যে তাঁর চিন্তাশীল দিকটি হারিয়ে ফেলেননি, তার প্রমাণ মিলল।
সম্প্রতি একটি কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন বরুণ। তাঁর সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যাবে মেয়েদের মধ্যে, সেটাই স্বাভাবিক। তেমনই হয়েছিল। কলেজছাত্রীদের আবদারে বরুণের তখন হাঁসফাঁস দশা।
তার মধ্যেই খেয়াল করেন, এক ছাত্রী ছবি তুলছেন বটে, কিন্তু সামনে সুপারস্টার দেখেও তাঁর কোনও দৃকপাত নেই। বরুণ ধবনের ধারেপাশে ঘেঁষছেন না। বরুণই তখন ডেকে নেন তাঁকে। ছবি তোলেন। কিন্তু তাতেও দেখা যায়, ওই তরুণী কোনওক্রমে নিজেকে বরুণের পিছনে আড়াল করেছেন।
এর পরেই বরুণের মনে হয়, কেন ওই ছাত্রী এমন করলেন? জানতে পারেন, বরুণের সঙ্গে ছবি তোলার আত্মবিশ্বাসই জোগাড় করতে পারেননি ছাত্রীটি। এর পরেই বরুণ সকলের কাছে আবেদন করেন, ‘‘এভাবে নিজেকে লুকিয়ে রাখবেন না। আপনারা যা, যে পোশাকে স্বচ্ছন্দ, যেমনই দেখতে হোন, আত্মবিশ্বাসটা হারাবেন না। এটাই সকলের পুঁজি।’’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













