শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বরের পা ভেঙে দেয়ায় এসআই বরখাস্ত

মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে : বর রুবেল মিয়াকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়ার ঘটনায় জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গাজীপুর মহানগরীর পুবাইলের হায়দরাবাদ এলাকায় গায়ে হলুদের আগের রাতে পুলিশের উপস্থিতিতে বরের পা ভেঙে দেয়া হয়।

ওই ঘটনায় শুক্রবার সকালে আলী আকবরকে বরখাস্ত করা হয় বলে জানান গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন।

এ ঘটনার তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমীর হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম। তিনদিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অন্যদিকে রুবেলকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রুবেল মিয়ার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে সোহেল মিয়া (২৭) ও রবিউল ইসলাম (৩২), কামাল হোসেন সোধন (৬০), তার ছেলে আ. রহিম (২৮) এবং লোকমান মিয়া (২২)। মামলায় আরো অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় আসামিরা রুবেলকে বেধড়ক মারধর করে। এতে রুবেলের দুটি পা ভেঙে যায়। আসামিরা রুবেলকে মৃতভেবে গর্তের মধ্যে ফেলে চলে যায়।

পুলিশের উপস্থিতিতে রুবেল মিয়াকে পিটিয়ে দুই পা ভেঙে দিলেও মামলায় পুলিশের বিষয়টি উল্লেখ করা হয়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, অভিযুক্ত দুই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে গাজীপুর পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ মাওড়ার টেক এলাকায় পুলিশ আসামি ধরতে যায়। পুলিশের উপস্থিতিতে বাদী পক্ষের লোকজন রুবেল মিয়াকে বেধড়ক মারধর করে।

পরে পুলিশ রুবেলকে সেখানে ফেলে রেখে চলে আসার পথে এলাকাবাসী তাদের ঘেরাও করে। খবর পেয়ে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল