বরের বয়স ৩৫, কনে দ্বিতীয় শ্রেণির
পঁয়ত্রিশ বছরের রাশেদ মিয়ার সঙ্গে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করেছিলেন কনে পক্ষ। কনে ১১ বছরের শাহনূর বেগম। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এই বাল্যবিয়ের আয়োজন ভেঙে দেয়। একই সময় বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর কনেকে নিয়মিত স্কুলে যাবার পরামর্শ দেয় আদালত।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। মো. রাশেদ মিয়া নামে এক যুবকের সঙ্গে বুধবার ওই স্কুলছাত্রীর বিয়ের কথা ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিয়ের আয়োজন বন্ধ এবং অভিযুক্ত বরকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
স্থানীয় আব্দুল সোবহান মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাহনূর বেগম।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন