বর্তমানে ঢাকার ছবিতে ভিলেন সংকট
দীর্ঘদিন ধরেই ঢাকাই চলচ্চিত্রে খলনায়কের সংকট চলছে, এমন কথা চিত্রপুরীতে কান পাতলেই শোনা যায়। অভিনেতা মিজু আহমেদের মৃত্যুর পর এই কথাটি ঘুরেফিরে আজকাল বেশি করে উচ্চারিত হচ্ছে। এর কারণ চলচ্চিত্রের স্বর্ণালী যুগের পর্দা কাঁপানো খলনায়কদের অনেকেই না ফেরার দেশে চলে গেছেন, আবারও কেউ চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। আর নতুন যারা কাজ করছেন তারা অধিকাংশই জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন।
নামি খলনায়কদের মধ্যে খলিল, রাজীব, হুমায়ূন ফরিদী, মিজু আহমেদ মারা গেছেন। আর এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, মনোয়ার হোসেন ডিপজলকে আগের মতো দেখা যাচ্ছে না। কালে ভদ্রে সাদেক বাচ্চু আসলেও ছবির গল্প ও চরিত্রের দুর্বলতা থাকছেন আলোচনার বাইরে। আর এককালের জনপ্রিয় খল অভিনেতা ডন আগের মত আর সরব নন।
এইসব জাদরেল অভিনেতাদের পরের প্রজন্মের ভিলেন হিসেবে মিশা সওদাগরই একমাত্র ভরসা ইন্ডাস্ট্রির। তিনিই ভিলেন হয়ে পর্দায় হাজির হচ্ছেন কখনো কালো চুলে, কখনো সাদা চুলে। গ্রামে, শহরে, নগরে, বন্দরে যেখানেই চলচ্চিত্রের মন্দ মানুষ প্রয়োজন সেখানেই দেখা মিলে প্রায় নয় শতাধিক ছবিতে অভিনয় করা শক্তিমান এই অভিনেতার।
তবে এতে করে বৈচিত্রতা হারাচ্ছে চলচ্চিত্রের ভিলেন চরিত্রগুলোর। কমছে নতুনদের সুযোগ। আবার এই কথাও সত্যি, প্রচারণার এই যুগে সবাই নায়ক হতে চান। কেউ কোনো ভিলেনকে আদর্শ মেনে চলচ্চিত্রে আসতে চান না। মিশা পরবর্তী উল্লেখ করার মতো যে ক’জন ভিলেন এসছেন কেউই নিজের প্রতি সুবিচার করতে পারছেন না।
তরুণ প্রজন্মের গুটিকয়েক খল-অভিনেতা দু-একটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হলেও শক্ত করে নিজের আসনটি ধরে রাখতে পারছেন না। নতুনদের তালিকায় আছেন শিমুল খান, ডিজে সোহেল, জিয়া ভিমরুল।
চলচ্চিত্রে বরাবরই খলনায়কদের ভূমিকা অপরিসীম। তারাই গল্পকে শ্বাসরুদ্ধকরভাবে এগিয়ে নিয়ে গতি এনে দেন। সব মিলিয়ে দর্শক গ্রহণযোগ্য ছবি তৈরিতে খলনায়করাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এককালে রাজীব, এটিএম শামসুজ্জামান, হুমায়ূন ফরিদীদের দেখার জন্যই হলে গিয়েছে মানুষ। তাদের মৃত্যুতে উল্লাস করে হাততালি দিয়েছে। তাদের পরবর্তীতে ডিপজল-মিশা একটা ক্রেজ তৈরি করতে পেরেছিলেন। তারপর থেকে বলা চলে অনেকটাই ম্রিয়মান ভিলেনদের উপস্থিতি।
কেন নতুন করে কেউ জ্বলে উঠতে পারছেন না? জবাবে চলচ্চিত্রবোদ্ধারা
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন