বর্তমানে ফেসবুক ব্যবহারকারী বেশি জন্মহারের চেয়ে : পলক
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুক ব্যবহারকারী বাড়ছে, যা আমাদের জন্মহারের চেয়ে বেশি। তিনি বলেন, ‘বাংলাদেশে ২০০৮ সালে ফেসবুক ব্যবহারকারী ছিল ১০ হাজার। বর্তমানে তা বেড়ে হয়েছে ৩ কোটি।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্লগ সাইট আর্টিক্যাল ১৯ আয়োজিত ‘কনসালটেশন ওয়িদ পার্লামেন্টারিয়ানস দি আইসিটি অ্যাক্ট, ২০২৬; ইমপ্লিক্যাশনস ফর ফ্রিডম অব অনলাইন এক্সপ্রেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন তুলে ধরেন আর্টিক্যাল ১৯-এর নির্বাহী পরিচালক থমাস হিউজ। ‘আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন’, উল্লেখ করে পলক বলেন, ‘অনলাইনে কোনো কিছু প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু অফলাইনে তার প্রভাব তেমন একটা পড়ে না। তাই বিশাল এই অনলাইনের সঙ্গে যারা জড়িত তাদের জন্য আন্তর্জাতিকভাবে অনলাইন আইন প্রয়োগের প্রয়োজন। এ ছাড়া আগের আইনগুলোরও সংশোধন প্রয়োজন।’
তিনি বলেন, ‘ব্লগারদের অধিকার, অনলাইনে মতামত প্রকাশের অধিকার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের বিধান তৈরি করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলতে হবে। আইসিটি এক্সপার্ট মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের সমগ্র আইন ব্যবস্থায় ত্রুটি রয়েছে। কোনো কোনো আইন আছে, যা শত বছর আগের। কিন্তু এই ১০০ বছর আগের আইন বর্তমান ডিজিটাল যুগে প্রয়োগযোগ্য নয়। তাই আমাদের কমপক্ষে ১০০ আইন পরিবর্তন করতে হবে। আর ব্লগারদের একটা ক্যাটাগরিতে রাখতে হবে। ব্লগাররা আসলে কী, তারা কি সাংবাদিক, নাকি অন্য কিছু, তা স্পষ্ট করতে হবে।’
আর্টিক্যাল ১৯-এর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমানের সঞ্চালনায় আলোচনায় আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল শাখার প্রধান অ্যাড্রিয়ান জন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শিরিন আকতার, হোসনে আরা বেগম ডালিয়া, রুস্তম আলী ফরাজিসহ সাংবাদিক এবং অনলাইন অ্যাকটিভিস্টরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন