সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা কি পারবে রাজশাহীকে থামাতে ?

আজ রয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বুধবার সন্ধ্যা পৌনে ৬টায়।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বনিম্নে অবস্থান করছে। তাদের জন্যে এই অবস্থান হতাশার হলেও, আশার খবর, প্রতিপক্ষ রাজশাহীকে হারিয়েই এবারে বিপিএল আসরে তাদের ১ম জয়ের দেখা পেয়েছিলো কুমিল্লা। সর্বশেষ ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের কিছুটা হলেও ফিরে পেয়েছে কুমিল্লা।

এই দু’টো বিষয়ই তাদের অনুকূলে রয়েছে। হতাশাজনক শুরুর পর দলের ব্যাটসম্যানরাও ফর্ম ফিরে পাচ্ছেন। ইমরুল, শেহজাদ, স্যামুয়েলস বরিশালের বিপক্ষে রান করেছেন। নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই ফর্মে আছেন। খালিদ লতিফ, টেন ডেস্কাট মাঝারি স্কোর করে রানের চাকা সচল রাখছেন। মাশরাফীর নেতৃত্বে শরিফ, সাইফুদ্দিন, নাবিল সামাদ, রাশিদ খানদের বোলিংটাও খারাপ হচ্ছে না। বরিশালের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নেয়া নাবিল ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। দল হিসেবে কুমিল্লা কিছুটা হলেও গতি ফিরে পেয়েছে।

তাদের জন্য চ্যালেঞ্জ হবে মমিনুল, সাব্বির, স্যামির দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানদের আটকে রাখা, জুনায়েদ, উমার আকমল, নুরুল হাসানও জ্বলে উঠতে পারেন, সর্বশেষ ম্যাচে ৮ আর ৯ নাম্বারে নেমে মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা ম্যাচের গতি পালটে দিয়েছিলেন। বল হাতে মাশরাফী বাহিনীকে বেশ কঠিন পরীক্ষায় পড়তে হবে এই ম্যাচে।

গত ২ ম্যাচে টানা জয় পাওয়া রাজশাহী কিংস এই ম্যাচেও চাইবে জয়ের ধারাকে আরো দীর্ঘায়িত করতে। রংপুরের সাথে ম্যাচে শৃংখলা ভংগ করে সাব্বির রহমান ম্যাচ ফি জরিমানা দিয়েছিলেন, সর্বশেষ খবর হলো নৈতিক শৃঙ্খলা ভঙ্গের জন্যে সাব্বিরের মোট পারিশ্রমিকের ৩০ শতাংশ কাটা পড়ছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে। দলের প্রধান ব্যাটসম্যানের ওপর দিয়ে এসব নেতিবাচক ঘটনার ঝড় বয়ে যাওয়া ম্যাচেও প্রভাব ফেলতে পারে।

সেসব পেছনে রেখে রাজশাহী চাইবে মাঠের খেলায় দৃষ্টি স্থির রাখতে। স্যামি, আবুল হাসান, মিরাজ, ফরহাদ রেজা, সামিত প্যাটেলদের নিয়ে রাজশাহী’র দলীয় সমন্বয় প্রশংসার দাবিদার। অধিনায়ক স্যামি নেতার মতো দলকে বেশ আগলে রাখছেন, উজ্জীবিতও করছেন। কোনো বিভাগেই কোনো মহাতারকা না থাকলেও দলীর পারফরম্যান্সই রাজশাহীকে চার নাম্বারে ধরে রেখেছে। স্যামি নিশ্চয়ই চাইবেন, কুমিল্লার বিপক্ষে ম্যাচে সমস্ত মনোযোগ ঢেলে দিয়ে জয় তুলে নিতে।

‘টেস্টের’ মমিনুল টি-২০ ক্রিকেটেও নিজের ঝলক দেখাচ্ছেন, সাব্বির আছেন চেনা রূপে, স্যামিও ক্যারিবিয়ান তালে বিগ হিটিং দিয়ে দর্শকদের বিনোদন দিচ্ছেন, মিরাজ বোলিং এর পর গত দুই ম্যাচে ব্যাট হাতেও নিজের সক্ষমতা দেখিয়েছেন, অভিজ্ঞ ফরহাদ রেজা বলে ব্যাটে ভালো করছেন, ৫ উইকেট নিয়ে বিপিএল শুরু করা আবুল হাসান রাজু ছন্দ ধরে রেখেছেন ভালো মতোই।

গত ম্যাচে কুমিল্লা জয় পাওয়ায় আজকের ম্যাচও তাই জমে ওঠার আশা প্রবল। হেমন্তের কুয়াশায় মাঠের আউটফিল্ড কেমন আদ্র হয়ে ওঠে সন্ধ্যার পরে, সেটাও ম্যাচে প্রভাব ফেলতে পারে। সবাই আশা করছেন, মাঠের ক্রিকেট দিয়েই শিরোনামে ফিরবে বিপিএল-এর ৪র্থ আসর। তার জন্যে চাই সাব্বির, মমিনুল, মাশরাফী, নাবিলদের দুর্দান্ত পারফরম্যান্স। কুমিল্লা-রাজশাহী’র ম্যাচের শেষে দর্শক বুঁদ হয়ে থাকবেন ক্রিকেটীয় আবেশে। সেই বিনোদনের খোরাক কতটা জোগায় এই ম্যাচ, দেখা যাক।

সম্ভাব্য একাদশঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স –

শেহজাদ, ইমরুল, সেমুয়েলস, খালিদ লতিফ, শান্ত, লিটন, সাইফুদ্দিন, মাসরাফি, নাবিল, রশিদ খান এবং শাহাদাত হোসেন।

রাজশাহী কিংস-

জুনাইদ সিদ্দিকি, মমিনুল, সাব্বির, সামিত, উমর আকমল, স্যামি, মিরাজ, ফরহাদ, অপু এবং সামি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি