বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন: নাসিম

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তাদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। নির্বাচনের সময় বর্তমান সরকারের বহাল থাকা নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি বিবেচনার কথা বলছেন। বিএনপি একে দুরভিসন্ধিমূলক বলে দাবি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এটা সব দেশেই হয়। এই অজুহাতে কোনোভাবেই নির্বাচন ব্যাহত করবেন না দয়া করে।
জাতীয় নেতা মুহাম্মদ মনসুর আলীর পুত্র নাসিম বলেন, এ দেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। এ দেশের মানুষ চিরদিন সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছে। সেজন্য বিএনপিসহ সবাইকে অনুরোধ করতে চাই, আগামী নির্বাচন যখন নির্ধারিত সময়ে হবে, বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন তার অধীনেই নির্বাচন হবে। তিনি যদি মনে করেন অন্তর্র্তীকালীন সরকার করবেন, যেটা সংবিধানে আছে। তিনি করবেন। সেই নির্বাচনে আপনারা (বিএনপি) আসবেন আমি বিশ্বাস করি। জনগণের রায় নেন। জনগণ যে রায় দেয় আমরা মেনে নেব ইনশাআল্লাহ বলেন মন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র নাসিম আরও বলেন, ই-ভোটিং সিস্টেম পৃথিবীর অনেক দেশেই আছে। অত্যন্ত নিঁখুত ও নিরাপদ একটি সিস্টেম। এখন তো মানুষ সচেতন, কাউকে ফাঁকি দিয়ে কেউ টিকতে পারবে না। এ সিস্টেমের ব্যাপারে আলোচনা হচ্ছে। দেখা যাক আমাদের বর্তমান নির্বাচন কমিশন কি বলে। পলিটিকসের মধ্যেও দূষিত রক্ত ঢুকে গেছে- মন্তব্য করে নাসিম বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় প্রয়োজন হল রাজনৈতিক স্থিতিশীলতা। দেশে সুস্থ রাজনৈতিক পরিস্থিতি আছে বলেই পরিবেশ সুন্দর, অনেক কাজ আমরা করতে পারছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন