শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বর্ষবরণে জেমসের কনসার্ট, গাইবেন সাঈদ খোকনও

গানে গানে আর বাঙালির সংস্কৃতির উৎসেব মাতোয়ারা হবে এবারের ঢাকাবাসীর বৈশাখ। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ধানমন্ডি ৮ নম্বরের কলাবাগানে লেফটেন্যান্ট শেখ জামাল মাঠে আগামীকাল বৃহস্পতিবার, ১৪ এপ্রিল পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে একটি জমজমাট অনুষ্ঠান। ‘অলটাইম রাঙানো বৈশাখ পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস’ শিরোনামের এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে নগরবাউল খ্যাত ব্যান্ড তারকা জেমসের গান।

তবে বিশেষ চমক হিসেবে থাকছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের উপস্থিতি ও তার কণ্ঠের গান। জানা গেছে, উপস্থিত থেকে অনুষ্ঠানটির কনসার্ট পর্বে ঢাকাবাসীদের বৈশাখী শুভেচ্ছা জানাতে একটি গান গেয়ে শোনানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও কনসার্টে গান শোনাবেন একঝাঁক কণ্ঠশিল্পী। এই তালিকায় আছেন ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, ইউসুফ আলী খান, মনির, শাহীন, আশিক, তানজিম, শিরোনামহীন ও ভাইকিংস ব্যান্ড। আর সকালে পাবনায় একটি কনসার্ট শেষ করে হেলিকপ্টারে ‌‘অলটাইম রাঙানো বৈশাখ’ কনসার্টে যোগ দিবেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

কনসার্টটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ক্লাব ইলেভেন ইনসেপশন মিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার তাসফিনা হায়দার বলেন, ‌‌‘অনেকদিন ধরেই ধানমন্ডির ৮ নাম্বার কলাবাগান মাঠে বৈশাখে কোনো মেলা বা অনুষ্ঠান করার অনুমতি পাওয়া যায়নি। কিন্তু এই মাঠের সাথে পহেলা বৈশাখ উদযাপনের সম্পর্কটা বেশ পুরোনো। তাই দীর্ঘদিন পর পুরোনো স্থানে বৈশাখ উদযাপনের সুযোগ পেয়ে নিশ্চয় সবাই খুব উচ্ছ্বসিত থাকবেন। আমরা অনুষ্ঠানটিকে রঙিন আর প্রাণবন্ত করে তোলার সবরকম প্রস্তুতিই নিয়েছি। আশা করছি জমে উঠবে ‘অলটাইম রাঙানো বৈশাখ’।

তিনি আরো বলেন, ‘অনুষ্ঠান শুরু হবে ভোর সাড়ে ৬টায়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। জেমস মঞ্চে আসবেন বিকেল ৩টায়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আয়োজন। এগুলো হলো লাঠি খেলা, বায়োস্কোপ, নাগরদোলা, পাতা খেলা, বৈশাখী মেলা, বাদর নাচ, হাতি প্রভৃতি।’

অনুষ্ঠানে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি ঢাকার মানুষদের উৎসবের প্রথম পছন্দ হবে এই আয়োজন। সেদিক থেকে এখানে প্রচুর লোক সমাগম হবে। তাই যে কোনো ধরণের বিব্রতকর পরিস্থিতি এড়াতে আমরা প্রস্তুতি নিয়েছি। অনুষ্ঠানের চারপাশে টহলরত থাকবেন র‌্যাব ও এলিট ফোর্সের সদস্যরা। এছাড়াও, আমাদের শতাধিক ভলান্টিয়ার ও নিরাপত্তাকর্মীরাও নিয়োজিত থাকবেন।’

‘অলটাইম রাঙানো বৈশাখ’ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বেকারি প্রতিষ্ঠান বঙ্গ বেকার্স লিমিটেডের (বিবিএল) পণ্য অলটাইম। প্রতিষ্ঠানটির পক্ষে বিবিএল’র চিফ অপারেটিং অফিসার এমডি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উদযাপনের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। পহেলা বৈশাখ আমাদের কাছে এতিহ্যবাহী একটি উৎসব। এবং এ দেশে বেকারি ব্যবসায়েরও রয়েছে এতিহ্য। বৈশাখ যেমন সব বাঙালির কাছে শিকড়ের দোলা নিয়ে আসে, তেমনি আমাদের বেকারি পণ্যগুলোও সবাইকে নিজস্বতার গর্ব করতে শিখায়। সেই ভাবনা থেকেই আমরা এই আয়োজনের সঙ্গী হয়েছি। নববর্ষের শুভেচ্ছাসহ সবাইকে নিমন্ত্রণ রইল ‌‌‘অলটাইম রাঙানো বৈশাখ’র আয়োজনে।’

তিনি আরো জানালেন, অনুষ্ঠানের অলটাইম, বিস্ক ক্লাব ও মিঠাইয়ের স্টল থাকবে। সেখান থেকে দর্শনার্থীরা নায্য মূল্যে মান সম্মত খাবার সংগ্রহ করতে পারবেন।

এদিকে ঢাকা উত্তরের সাঈদ খোকন জানান, ‘সবাইকে নববর্ষের সুস্থ বিনোদনের নিশ্চয়তা দিতেই আমাদের এ আয়োজন। আশা করি সবাই খুব আনন্দ নিয়েই বাসায় ফিরবেন।’

‘অলটাইম রাঙানো বৈশাখ’র কো-স্পন্সর হিসেবে থাকছে জনপ্রিয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এয়ারটেল। এর সহযোগিতায় থাকছে বিস্ক ক্লাব ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাগোনিউজ ও জাগো এফএম(৯৪.৪)। দিনব্যাপী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন