বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র মুসলিম ক্রিকেটার ইমরান তাহির

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে এ বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় করে টেস্টের পর এবার ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি।
আইসিসির ওয়ানডে বর্ষসেরা দল অধিনায়ক করা হয়েছে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে! আন্তর্জাতিক ওয়ানডেতে ধোনির অনুপস্থিতিতে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করেছেন কোহলি। যে কারণে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়া এবি ডি ভিলিয়ার্সের পরিবর্তে তাকেই দলনেতার ভূমিকায় রাখা হয়েছে!
ওয়ানডে দলের উইকেটরক্ষকের দায়িত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ভারতের তিনজন ক্রিকেটার (কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা) রয়েছেন একাদশে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।
ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মিচেল মার্শ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, সুনীল নারিন।
দ্বাদশ স্থানে রয়েছেন পাকিস্তানী বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইমরান তাহির।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন