বর্ষসেরা ক্রীড়াবিদ মুশফিক

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের ২০১৩ ও ১৪ সালের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন (এসএ মহসিন ট্রফি) ক্রিকেটার মুশফিকুর রহিম ও শুটার আবদুল্লাহেল বাকি। এছাড়াও বিভিন্ন ডিসিপ্লিন ও ক্যাটাগরিতে বেশ কয়েকজন ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষককে পুরস্কৃত করবে তারা। শনিবার অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া লেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানা। বাংলাদেশ ক্রীড় লেখক সমিতির ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালের ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- ক্রিকেটার সোহাগ গাজী, ফুটবলার মামুুনুল ইসলাম, আরচার ইমদাদুল হক মিলন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, দাবাড়ু ফাহাদ রহমান, ভারোত্তোলক জহুরা আক্তার রেশমা, ফুটবল কোচ মারুফুল হক, সংগঠক কাজী মাহতাবউদ্দিন (মরণোত্তর), পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার মুমিনুল হক এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন গোলাম সারোয়ার টিপু। ২০১৪ সালের জন্য মনোনীতরা হলেন- ক্রিকেটার মুশফিকুর রহীম, ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী, হকির হাসান যুবায়ের নিলয়, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সংগঠক মনজুর কাদের, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিশেষ সম্মাননা পাবেন মিউরেল গোমেজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন