শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল। নিজের প্রযোজিত সিনেমার নায়ক থাকতেন নিজেই। তবে তাকে অন্য কোনো প্রযোজকের সিনেমায় তেমন দেখা যায়নি তাকে। সিনেমায় এসে পরিচয়ের পর আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। তবে গত মার্চে বর্ষা জানান, তিনি আর সিনেমা করবেন না। হাতে যে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করে নতুন আর কোনো সিনেমায় যোগ দেবেন না তিনি। এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন অনন্ত জলিলও। কারণ হিসেবে ছেলেদের প্রসঙ্গ এনেছেন তিনি।

২০১০ সালে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় অনন্ত জলিল ও বর্ষাকে। সর্বমোট ১০টি সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন তারা।

কেন কাজ করবেন না, এমন প্রশ্নের জবাবে বর্ষা জানিয়েছিল, “আমি খুবই বাস্তববাদী। এর ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, তত দিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তা–ই। আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সিনেমা ছাড়ার কথা জানিয়েছেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘‘আমাদের দুই ছেলে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭ বছর। দুই ছেলেই ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। ওখানে ইংলিশের সঙ্গে আরবি বিষয়েও পড়ে। দুপুরের পর ওদের ছুটি দেওয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে পড়তে আবার মাদ্রাসায় চলে যায়, সন্ধ্যার পর বাসায় আসে। ওরা বর্ষার চেয়েও বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে, এটা দেখতে ভালো লাগবে না। তাই তিনিও চাইবেন না, তারা সিনেমা করবেন, এটা দেখতে ভালো লাগবে না।’’

তারকা দম্পতি এই জুটি অভিনীত ‘‘দ্য স্পাই’’, ‘‘নেত্রী দ্য লিডার’’ সিনেমাগুলো এখনো নির্মাণাধীন। অনন্ত জলিল বলেন, ‘‘আমাদের হাতে আরও দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা ৭০%-ও শেষ ও কিছু বাকি আছে, এগুলো শেষ করে হয়তো…আসলে করোনাভাইরাস এবং এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

সিনেমা জগতে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণিবিস্তারিত পড়ুন

  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত