বর্ষায় ফসল হারানোর কষ্টে ক্ষেতেই মারা গেলেন কৃষক

স্টাফ রিপোর্টার::
ভোলার চরফ্যাশন উপজেলায় গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণে তলিয়ে গেছে কৃষকের ফসলী জমি। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উপজেলার কয়েক হাজার সাধারণ কৃষক।
সেই ক্ষতিতে কাতর জহোর লাল দে (৫৫) রোববার বেলা সাড়ে ১২টার দিকে ক্ষেতেই মারা যান। তিনি আলু চাষি ছিলেন।তিনি উপজেলার নীলকমল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
একাধিক কৃষক জানিয়েছেন- গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণে চরফ্যাশন উপজেলার বিভিন্ন নিম্মাঞ্চলসহ কৃষকের ফসলী জমি পানির নিচে তলিয়ে যায়। ফলে সাধারণ কৃষকের পাশাপাশি নীলকমল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলু চাষি জহোর লাল দে’র ফসলেরও ব্যাপক ক্ষতি হয়।
সেই ক্ষতি সহ্য করতে না পেরে হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।কৃষক জহোর লাল দে এ বছর প্রায় ৬৪০ শতক জমিতে অালু চাষ করেছেন।রোববার দুপুরের দিকে ওই আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে যেতে দেখে তিনি ক্ষেতের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।
কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন

ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন

ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন