বলিউডের প্রথম সুপার গার্ল আমি: সানি লিওন
পর্নো তারকা সানি লিওন সম্প্রতি নিজেই জানিয়েছেন, বলিপাড়ার প্রথম সুপার গার্ল হতে চলেছেন তিনি। অনেকদিন ধরেই সবার মুখে শোনা যাচ্ছিল সানির সুপারওম্যান হওয়ার খবর কিন্তু এই খবরে এবার শিলমোহর বসালেন স্বয়ং সানি নিজে।
পরিচালক ভূষণ কুমারের সুপার গার্ল তিনি। তবে জানিয়ে রাখি তিনঘন্টা ধরে কোন ছবিতে নয়। ভূষণ কুমারের পরের মিউজিক ভিডিওয়ের জন্য সুপার গার্ল হচ্ছেন এই বেবিডল।সুপারহিরোদের টেক্কা দিতে এবার ময়দানে নামছেন সানি।
জানা গেছে, সানির এই সুপার অবতারে রয়েছে একদম অন্য রকম এক চমক! এই ভিডিওয় প্রথা মেনে সুপার গার্ল সাজবেন না তিনি। বরং তাঁকে দেখা যাবে, এক ওয়েট্রেস, নার্স, শেফ আর জিম ইনস্ট্রাকটরের ভূমিকায়! দৈনন্দিন জীবনে প্রতিটি মেয়েই যে সুপার গার্ল, পরোক্ষে সেই বার্তাটাই সানি এ বার দিতে চলেছেন তাঁর সুপার গার্ল ভিডিওয়!‘ম্যায় সুপার গার্ল’ নামে এই গানটি গাইবেন কনিকা কাপুর।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন