শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বলিউডের ‘বেতাজ বাদশা’

দেখতে দেখতে ৫০! হাফ সেঞ্চুরি হয়ে গেল? শাহরুখ খানের? ‘কিং’ খানের অনুরাগীদের পক্ষে যতই অবিশ্বাস্য লাগুক, ঘটনা তো এটাই যে, শেষমেষ তিনিও কিন্তু প্রৌঢ়ত্বের দোরগোড়ায়৷‌ তিনি শাহরুখ খান, চিরঔজ্বল্যের প্রতীকী৷‌ চিরযুবা৷‌ সুন্দরী নায়িকাদের যেমন বয়স বাড়তে নেই, শাহরুখ খানেরও বোধহয়! এই মুহূর্তে খান সাহেবের ভক্তরা হা-পিত্যেশ অপেক্ষায় আগামী ডিসেম্বরের৷‌ কাজলের সঙ্গে সেই অবিনশ্বর ‘ম্যাজিক’ ফর্মূলা আবারও নতুন করে ফিরে আসতে চলেছে পর্দায়৷‌ ছবির নাম ‘দিলওয়ালে’৷‌ পরিচালক রোহিত শেঠি৷‌ তবে, এতসব জানার কী দরকার? ছবি জুড়ে রয়েছেন এক এবং অদ্বিতীয় শাহরুখ খান৷‌ আর তাঁর সঙ্গে মোহিনী নায়িকা৷‌ যিনি পাশে থাকলে অবধারিতভাবেই পর্দায় জন্ম নেয় ভালোলাগার ক্ষণ৷‌ অপার্থিব সব মুহূর্ত৷‌ শুধু ‘দিলওয়ালে’ নয়, আগামী বছর শাহরুখের আরও একটা ছবি এখন থেকেই তাঁর অনুরাগীদের মনে বাড়তি উন্মাদনা জাগিয়ে তুলেছে৷‌ ‘ফ্যান’৷‌ শোনা যাচ্ছে এই ছবিতে দর্শকদের কাছে একেবারে অন্যভাবে ধরা দিতে চলেছেন ‘কিং’খান৷‌ আসলে শাহরুখ এমনই৷‌ ভক্তদের কাছে নতুন নতুন ভাবে ধরা দেওয়াটাকে ভীষনই উপভোগ করেন৷‌ নিজের অভিনয়সত্বা এবং পর্দায় মানানসই উপস্হাপন- এই দুয়ের যুগলবন্দীই নাকি তাঁর বাজিমাতের আসল ‘রসায়ন’৷‌

দিল্লিতে জন্ম৷‌ তবে, শাহরুখের জীবনের প্রথম পাঁচ বছর কেটেছে দক্ষিণী শহর ম্যাঙ্গালোরে৷‌ ওঁর টুইটার অ্যাকাউন্টে শাহরুখ নিজেকে বর্ণণা করেছেন ‘হাফ হায়দরাবাদী, হাফ পাঠান’ বলে! যদিও ওঁর এক তুতো ভাই নস্যাৎ করেছেন এ তথ্য৷‌ তাঁর মতে, কাশ্মীরের হিন্দকোওয়ান অঞ্চলে প্রোথিত ওঁদের বংশের শিকড়৷‌ ওঁরা কেউ নাকি পাস্তুন নন৷‌ এমনকী, ওঁদের পূর্বপুরুষরা আফগানিস্তানের মানুষ বলে শাহরুখের দাবিও তিনি উড়িয়ে দিয়েছেন৷‌ যাই হোক, ঘটনা এটাই যে, তাঁরা যে অঞ্চলেরই লোক হন না কেন, নিশ্চিতভাবে খান পরিবারকে আলোয় ধুইয়ে দিয়েছেন মীর তাজ মহম্মদ খান এবং লতিফ ফতিমার পুত্রটিই৷‌ পর্দায় এমনই ঝলমলিয়ে উঠেছেন যে তাঁকে দেখেই ‘তওবা, তওবা’ করে উঠেছেন আপামর দর্শককুল৷‌

মসৃন হাইওয়ে নয়, শাহরুখের টেলিভিশন আর ফিল্মি কেরিয়রের দীর্ঘ অভিযাত্রার অনেকটাই এবড়ো-খেবড়ো পাথুরে পথ পেরিয়েই৷‌ নিজেই একাধিকবার বলেছেন কেরিয়রের গোড়ার পর্বে এমন সব অভিঘাত সামলাতে হয়েছে যেগুলো নিশ্চিতভাবেই তাঁকে জীবনের শিক্ষা দিয়ে গিয়েছে৷‌ হয়ত তাই ১৯৮৯-তে দূরদর্শনে সম্প্রচারিত ‘ফৌজি’ সিরিয়ালের অভিমন্যু রাই থেকে তাঁর পক্ষে সম্ভব হয়েছে গোটা বলিউডের ‘বেতাজ বাদশা’ হয়ে উঠতে৷‌ ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অনাবাসী ভারতীয় যুবা, ‘চাক দে ইন্ডিয়া’য় পোড়খাওয়া লড়াকু কোচ,‘মাই নেম ইজ খান’ ছবিতে জটিল অ্যাসপার্জার সিনড্রোমে ভোগা এক মননশীল মানুষ- সব চরিত্রেই তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়৷‌ ১৮ টি ‘ফিল্মফেয়ার’ অ্যাওয়ার্ড ‘মান্নাতে’র বিলাসবহুল বাড়ির ট্রফি ক্যাবিনেটে৷‌ ভারত সরকার ‘পদ্মশ্রী’ পুরস্কারে শাহরুখকে ভূষিত করেছে ২০০৫ সালে৷‌ মাত্রই গতবছর ফরাসী সরকার ‘লিজিয়ন দ্য অনার’ পুরস্কারে সম্মানিত করেছে ’কিং’ খানকে৷‌ লস অ্যাঞ্জেলিস টাইমস তাঁর সম্পর্কে প্রসংশায় কার্পণ্যহীন৷‌ মার্কিনী পত্রিকাটির অভিমত, সম্ভবত দুনিয়ার সবচেয়ে বড়মাপের ফিল্মি মহাতারকার নাম শাহরুখ খান৷‌ বিত্ত আর প্রতিপত্তির নিরিখে গোটা পৃথিবীতেই ‘কিং’ খানের জুড়ি মেলা ভার! সর্বার্থেই শাহরুখ হলেন এমনই এক নক্ষত্র যাঁকে ঘিরে অনায়াসেই জনমানসে তৈরি হয় আশ্চর্য সব ‘মিথ’! এবং এসবের পরেও যিনি যতটা সম্ভব মাটির কাছাকাছি থাকতে চান৷‌ শেকড়টাকে ভুলতে চান না বলেই৷‌ হয়ত এখানেই তিনি স্বতন্ত্র, অন্যদের চাইতে৷‌ বাইশ বছরের বলি- কেরিয়রে বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন৷‌ সাফল্যের রঙমশাল অনেক বেশি চোখ ধাঁধিয়েছে মেনে নিয়েও বলতেই হবে ফ্লপের অভিঘাতও সামলাতে হয়েছে বেশ কয়েকক্ষেত্রে৷‌ এবং এসবের পরেও তাঁর নিন্দুকরাও মনে মনে যে শাহরুখকেই ‘বাদশা’ ঠাওরে বসে৷‌ তাঁর মাথাতেই রত্নখচিত ‘তাজ’!

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন