বলিউডের সালমান খান প্রথম বিজ্ঞাপনের সুযোগ যেভাবে পেলেন? (ভিডিওসহ)

সুপারস্টার সালমান খান। তাঁর যে কোনো চলচ্চিত্র দেখার জন্য হলে হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা। তবে রুপালি পর্দায় সালমানের শুরুটা কিন্তু চলচ্চিত্র দিয়ে না, হয়েছিল বিজ্ঞাপনচিত্র দিয়ে। ক্যাম্পা কোলা নামের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৬। বিজ্ঞাপনটিতে ডুব সাঁতার দেওয়ার অনেক দৃশ্য ছিল। আন্দামান দ্বীপে বিজ্ঞাপনটির শুটিং করা হয়। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগটা অবশ্য মোটেও সহজে মেলেনি সালমানের। সেই বিজ্ঞাপনের সহশিল্পী আরতি একরকম জোর করেই নাকি সুযোগ করে দিয়েছিলেন সালমানকে।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন কৈলাস সুরেন্দ্রনাথ। আরতি সে সময় ছিলেন কৈলাসের বান্ধবী। পরবর্তী সময়ে তাঁরা বিয়েও করেছিলেন। সালমানের বাবা সেলিম খানের সঙ্গে বন্ধুত্ব ছিল আরতির বাবার। সেই সূত্রেই সালমানকে চিনতেন আরতি। সালমান যে সাঁতারে পটু, সেটাও তাঁর জানা ছিল। ফলে আরতি যখন শুনেছিলেন যে, বিজ্ঞাপনটির জন্য ভালো সাঁতারু লাগবে, তখন তিনি সালমানকে নেওয়ার অনুরোধ করেছিলেন কৈলাসকে।
প্রথমে সালমানকে বিজ্ঞাপনে নিতে রাজি হননি কৈলাস। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘আমরা বিজ্ঞাপনের জন্য একজন ভালো সাঁতারু খুঁজছিলাম যে কিনা পানির তলদেশে সাঁতার কাটতে পারবে। কিন্তু সালমানের বয়স তখন অনেক কম ছিল। তাঁকে প্রথম নেওয়ার ইচ্ছা আমার ছিল না। আমি যখন প্রথম সালমানকে দেখি তখন, তাঁকে বাচ্চার মতো লাগছিল। পরে আরতি জোর করার কারণে আমি তাঁকে বিজ্ঞাপনে নিয়েছি।’
সালমান খানের স্কুবা ডাইভ করা দেখেই মূলত এই বিজ্ঞাপনের জন্য তাঁকে পারফেক্ট বলে মনে করেছিলেন আরতি।
https://youtu.be/_OL44Fhukv4
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন