বলিউডে একঘরে হয়ে পড়েছেন সানি লিওন?
নীল ছবির দুনিয়া থেকে বলিউড সাম্রাজ্যে এসে প্রচুর নাম কামিয়েছেন সানি লিওনি। তবু তাঁর মনে হচ্ছে, তিনি বলিউডে একাকী ও একঘরে হয়ে পড়েছেন। কেউ তাঁর সঙ্গে একসাথে মঞ্চ ভাগ করতে চাইছেন না।
সানি নিজেই জানিয়েছেন তাঁর এই আশঙ্কার কথা। তাঁর বক্তব্য, বলিউডের অন্য তারকারা এমন নয় যে তাঁকে ঘৃণা করেন বা অপছন্দ করেন। আসলে সানির অতীতের কারণেই বেশিরভাগ মানুষ দূরত্ব রাখতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
সানি লিওনির মতে, “আমার সঙ্গে কোনও কাজ করার থাকলে বা মঞ্চ ভাগ করার থাকলে আমি দেখেছি টিভি বা অন্য শোয়ে অন্যরা পিছিয়ে আসে। তাই আমার মাঝে মাঝে মনে হয়, বলিউড আমার জায়গা কিনা। আমার মনে হয় আমার নামের জন্যই এসব আমাকে সইতে হচ্ছে।”
যদিও এখন ধীরে ধীরে বলিউডের বড় তারকারা সানির সঙ্গে মঞ্চ বা স্ক্রিন ভাগ করতে নিতে শুরু করেছেন। সম্প্রতি শাহরুখ খানের সিনেমা রইস-এ একটি আইটেম নম্বরে কাজ করেছেন সানি। এছাড়া নানা ঘটনায় সানির পাশে দাঁড়িয়েছেন আমির খান। আগামী ৬ মে সানির নতুন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ আসতে চলেছে বড়পর্দায়। এখন দেখার এরপরে সানির মনখারাপের পালা শেষ হয় কিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন