বলিউডে কোনো অসহিষ্ণুতা নেই : কাজল
ভারতে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো অসহিষ্ণুতার ছায়া নেই-শনিবার ভারতের জয়পুরে এক সাহিত্য উৎসবে উপস্থিত থেকে এমন মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কাজল। দুদিন আগে এই সাহিত্য উৎসবের উদ্বোধনে এসে পরিচালক-প্রযোজক করন জোহর বলেছিলেন, ‘ভারতে মত প্রকাশের স্বাধীনতা প্রহসন ছাড়া আর কিছুই নয়।’ এটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। এর আগে শাহরুখ ও আমির খানও অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন। তবে কাজল সেসব বিতর্ককে এড়িয়ে পরোক্ষভাবে বলেন, ‘বর্তমানে অনেকেই অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠছেন। কিন্তু আমি মনে করি, কথা বলার আগে ভাবনাচিন্তা করা উচিত।’
কাজলের মতে, ভারতে সিনেমাজগতে কোনো অসহিষ্ণুতা নেই। আর কথায় কথায় অসহিষ্ণুতার মতো গম্ভীর বিষয়েও আটকে থাকতে নারাজ কাজল।
এদিন সাহিত্য উৎসবে উপস্থিত থেকে কাজল জানিয়ে দেন, ‘বইয়ের প্রতি তাঁর ভালোবাসা দীর্ঘদিনের। শুটিংয়ের মধ্যেও অবসরে বই নিয়ে বসে থাকতে তিনি বেশি ভালোবাসেন।’ জানালেন, “বাড়িতে লাইব্রেরি করব এই শর্তেই বিয়েতে রাজি হয়েছিলাম। বিয়ের আগে স্বামীকে (অভিনেতা অজয় দেবগন) বলেছিলাম, হলিউডের ছবি ‘বিউটি অ্যান্ড বিস্টে’ যে ধরনের লাইব্রেরি দেখানো হয়েছিল, সেই ধরনের লাইব্রেরি করতে চাই বাড়িতে। আর সেই সময় আমার ওই প্রস্তাবে ঘাড় নেড়েছিল অজয়। ওটাই ছিল আমাদের ভালোবাসার অন্যতম চুক্তি।”
কাজলের এই বইয়ের নেশা তিনি তাঁর মা অর্থাৎ অভিনেত্রী তনুজার কাছ থেকে পেয়েছেন বলেও জানান। বলেন, ‘এমন কোনো সময় মনে পড়ে না, যখন আমি আমার মাকে বই ছাড়া দেখিছি। আমার মায়ের কাছে বোধহয় চারশোর ওপর বই আছে। আমাদের প্রতিটি ঘরে লাইব্রেরি রয়েছে।’
তবে কাজল আপাদমস্তক সাহিত্য অনুরাগী হলেও কবিতাকে ভালোবাসেন সবচেয়ে বেশি। জানিয়ে দিলেন, ‘সহজ করে লেখাটাই সবচেয়ে কঠিন কাজ। আমি এমন অনেক লেখকের লেখা পড়েছি, যাঁদের লেখা অত্যন্ত জটিল এবং বিরক্তিকর। অথচ অনেক ক্ষেত্রে তাঁরাই পুরস্কার পেয়েছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন