বলিউডে যৌনতা বিষয়ে কী শিক্ষা দিলেন সানি লিওন?

বলিউডের চলচ্চিত্র যতই নাচ-গান আর স্বল্পবসনা দৃশ্যই থাকুক না কেন, এখানে সর্বদা একটা নৈতিকতার বিষয় মেনে চলার চেষ্টা করা হয়। এখানে দর্শকরা যেমনটা চান ঠিক সেভাবেই যৌনতার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এমনকি পর্দায় চুমু খাওয়ার বিষয়টিও সাধারণত এড়িয়ে চলা হয়। আর এ অবস্থায় বলিউডে আবির্ভাব হলো সানি লিওনের। তিনি বলিউডের দর্শকদের কী শিক্ষা দিলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস।
সানি লিওন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয়ান পর্নো তারকা যিনি ম্যাক্সিম ম্যাগাজিনের ২০১০ সালে বিশ্বের সেরা ১০ পর্নতারকার একজন হিসেবে নির্বাচিত হন। সানি লিওনের বাবা ছিলেন তিব্বতী আর মা ভারতের হিমাচল প্রদেশের মেয়ে। ছেলেবেলা থেকেই সানি খুব দুরন্ত। একটু বড় হয়ে প্রথমে শুরু করে হকি খেলা এবং পরবর্তীতে আইস স্কেটিং। একসময় যোগ দেন সেক্স ইন্ডাস্ট্রিতে।
ইন্টারনেট সংযোগ থাকা যে কোনো ব্যক্তিই সানি লিওনের বলিউড চরিত্রের বাইরে তার করা পর্ন সিনেমাগুলো দেখতে পাবেন। তিনি গুগলে বিশ্বের সবচেয়ে অনুসন্ধানকৃত নারীদের অন্যতম। বলিউডে অভিনয়ের তুলনায় তার পর্ন ছবির সংখ্যা বেশি। আর এ কারণে তিনি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পর্ন তারকাদেরও অন্যতম।
২০০০ সাল থেকে লস অ্যাঞ্জেলসে বহু পর্ন ছবিতে অভিনয় করেন সানি। এরপর তিনি সেক্স টয় ব্যবসা ও সানিলাস্টা নামে প্রডাকশন কম্পানি প্রতিষ্ঠা করেন। এরপর সাফল্যের শীখরে আরোহন করে শেষ পর্যন্ত তিনি পর্ন জগৎ ত্যাগ করে বলিউডে পাড়ি জমান।
ভারতীয় উপমহাদেশের দর্শকরা তাকে প্রথম দেখে ২০১১ সালে রিয়ালিটি টিভি শোতে। সেখানে বড় চোখের সানি তার মার্কিন উচ্চারণের হিন্দি দিয়ে দর্শকদের অনেকের কাছেই প্রিয় হয়ে ওঠেন।
৩৫ বছর বয়সী সানি এ বিষয়ে বলেন, ‘আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে কারো পক্ষে মূলধারায় চলে যাওয়া প্রায় অসম্ভব।’
একজন পর্ন তারকার জনপ্রিয় হয়ে ওঠা ভারতে দর্শকদের কাছে অনেকটাই অসম্ভব বিষয় ছিল। কিন্তু সুস্পষ্টত দেখা যাচ্ছে, সানি লিওন এ কাজটি করতে সক্ষম হয়েছেন।
কিন্তু কী কারণে ভারতে তিনি দর্শকদের মন জয় করতে পারলেন? ভারতীয় দর্শকদের মনোভাব পরিবর্তনকে প্রাধান্য দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতীয় লেখক ইরা ত্রিবেদি বলেন, ‘তিনি ভারতে সেক্সুয়াল রিভোলিউশনের অংশ। যেখানে যৌনতা বাক্সে আবদ্ধ থাকে এবং মানুষ সে বিষয়ে অত্যন্ত আগ্রহী থাকে।’
সানি লিওনের বলিউডে আবির্ভাবের সময়টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন অনেক বিশ্লেষক। তাদের মত হলো, এ সময়টিতে তিনি না এসে যদি কয়েক বছর আগে আসতেন তাহলেও দর্শক তাকে এভাবে গ্রহণ করত না।
এখন ভারতের বিজ্ঞাপন থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দা সর্বত্রই বিচরণ করছেন সানি লিওন। অনেকেই তাকে পছন্দ করছেন না, কিন্তু তাতে অন্যদের ভ্রুক্ষেপ নেই। আর তার অতীত এখন তাকে সেভাবে ভাবাচ্ছেও না।
এ বিষয়ে ভারতীয় উদ্যোক্তা ও বিশ্লেষক চিকি সরকার বলেন, ‘গত বছর সানি একজন সাবেক পর্নতারকা থেকে বলিউডের অভিনেত্রী হয়ে উঠেছেন। বর্তমানে তিনি আগের তুলনায় ভালো চরিত্রে অভিনয় করছেন এবং মিডিয়ায় একজন খুব শান্ত, শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারী হিসেবে নিজেকে উপস্থাপিত করতে সক্ষম হয়েছেন। তিনি এমন একজন নারী হয়ে উঠেছেন যে কিনা তার অতীতকে অস্বীকার করেন না আবার তার জন্য গ্লানিও বোধ করেন না।’ আর এ কারণে তিনি নারী শক্তির অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন বলে তিনি জানান।
সানি লিওন অবশ্য নিজেকে সেভাবে দেখেন না। বর্তমানে বলিউডের আরও তিনটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ সানি বলেন, তার লক্ষ্য হলো প্রতিদিন কাজ করা।
সানি লিওনের হিন্দি উচ্চারণ এখন আগের তুলনায় ভালো এবং প্রতিনিয়ত উন্নত হচ্ছে। বলিউডে নিজেকে আরও ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন