বলিউড অভিনেতার উপরে মারাত্মক হামলা! অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা
 
            
			অনুষ্ঠান মিটে যাওয়ার পরে ১ এপ্রিল চিতোর যাচ্ছিলেন দু’জনে। সেই সময়েই এই ভয়াবহ ঘটনা ঘটে।
বলিউড অভিনেতা জিতু বর্মা মাউন্ট আবু থেকে চিতোর যাওয়ার পথে গুন্ডাদের হামলায় মারাত্মক জখম হয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কুসুম বর্মাও। জিতু মূলত খল চরিত্রে অভিনয়ের জন্যই পরিচিত।
সস্ত্রীক অভিনেতা মাউন্ট আবু গিয়েছিলেন রাজস্থানের লোকসঙ্গীত ও মার্গসঙ্গীতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠান মিটে যাওয়ার পরে ১ এপ্রিল চিতোর যাচ্ছিলেন দু’জনে। সেই সময়েই এই ভয়াবহ ঘটনা ঘটে।
আততায়ীদের হামলার জেরে ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন জিতু। বর্তমানে ওয়াডালা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিনেতার দাদা মনোহর একটি বিনোদন পত্রিকার প্রতিনিধিদের জানিয়েছেন, ‘চিতোর যাওয়ার রাস্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ অরণ্য অধ্যুষিত অংশ পড়ে। জিতুরা দিনের বেলাই যাচ্ছিল। ড্রাইভারের পাশে সামনের সিটে বসেছিল জিতু। হঠাৎই কিছু স্থানীয় যুবক গাড়ি লক্ষ্য করে পাথর ছু়ড়তে শুরু করে। গাড়ির চালক বাঁচার জন্য গাড়ির গতি বাড়িয়ে দেন। হঠা়তই সামনে থেকে একটি বড় আকারের পাথর উড়ে এসে গাড়ির সামনের উইন্ডশিল্ড ভেঙে জিতুর চোখে এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে চোখ থেকে রক্তপাত শুরু হয়। ড্রাইভার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।’
প্রাথমিক ভাবে জিতুকে মাউন্ট আবুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জিতুকে পরীক্ষার পরেই বুঝে যান, আঘাত গুরুতর। এমনকী জিতুর বাঁ চোখের দৃষ্টিশক্তি চিরতরে লোপ পেতে পারে বলেও আশঙ্কা করেন তাঁরা। জিতু এবং তাঁর স্ত্রী মাউন্ট আবুর থানায় অভিযোগ দায়ের করেন। তার পরে জিতুকে ওয়াডালার হাসপাতালে নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলে এই ধরনের ঘটনা নতুন নয়। অনেক গাড়ির আরোহীই আচমকা পাথরের আঘাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। জিতুর এবং তাঁর স্ত্রীর পাশাপাশি সেই সমস্ত আক্রান্ত মানুষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিতু বর্মা বলিউড ফিল্মে পরিচিত মুখ। সাম্প্রতিক কালে ‘রেঙ্গুন’ এবং ‘রাবতা’ ফিল্মেও তাঁকে দেখা গিয়েছে। মূলত নেগেটিভ রোলেই অভিনয় করেন জিতু। কিন্তু এ বার বাস্তবের গুন্ডাদের হাতে আক্রান্ত হতে হল তাঁকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
 
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
 
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













