বলিউড কারোর বাবার সম্পত্তি নয়: কঙ্গনা

যেদিন থেকে ‘কফি উইথ করন’ শো থেকে ফিরেছেন, সেই থেকেই নানা জায়গায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কঙ্গনা রানাউতকে। তবে তিনিও কাউকে ছেড়ে কথা বলেন না তা বলিউডের সবাই জানে। কিন্তু কঙ্গনা হঠাৎ এতটা ক্ষিপ্ত হলেন কেন?
শেষমেশ মুখ খুললেন তিনি। আর সেইসঙ্গে ফের একবার করণ জোহরকে তোপ দাগলেন। মুম্বাইয়ের এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা বললেন, ‘বলিউডটা করণের বাবার স্টুডিও নয়, করল তার বাবার কাছ থেকে বলিউডটাকে স্টুডিও হিসাবে উপহারও পাননি যে তিনি কাউকে এখান থেকে বেরিয়ে যেতে বলবেন।’
আসলে সপ্তাহখানেক ধরেই কঙ্গনা ও করণ তরজায় তপ্ত বলিউড। ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে গিয়ে কঙ্গনা বেশি করে অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরকে কথা শুনিয়েছিলেন। কঙ্গনা শো-এর মধ্যেই অভিযোগ করেছিলেন, ‘করণ জোহর স্বজনপোষণ করেন। তিনি বলিউডের বাইরে থেকে আসা শিল্পীদের সঙ্গে কাজ করতে চান না। তিনি সবসময়েই তারকাদের সন্তানদেরকেই সুযোগ দেন।’
কঙ্গনার এই অভিযোগে করণ জোহর অবশ্য শো চলাকালীন কিছু প্রতিক্রিয়া দেননি। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের একটি অনুষ্ঠানে করণ জোহর বলেন, ‘বলিউড যদি এতটাই খারাপ বলে কঙ্গনা বোধ করেন, তা হলে তার এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়া উচিত।’
করণ জোহরের এমন কড়া প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসেছিল সংবাদমাধ্যমও। এর পরেই করণের এই প্রতিক্রিয়া নিয়ে কঙ্গনাকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। করণ জোহরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে কঙ্গনা তার অভিযোগে আরও জানিয়ে বলেন, ‘বলিউড প্রত্যেক ভারতীয়র। সুতরাং করণ কোনও এক্তিয়ার নেই তাকে বলিউড ছাড়ার কথা বলার।’ কঙ্গনা আরও জানিয়ে বলেন, ‘আমি কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। নিজেকে বলিউডের যোগ্য বানিয়েছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন