বলিউড তারকাদের অসাধ্য কাজ!
সিনে পর্দায় বলিউডের তারকাদের কতকিছুই না করতে দেখা যায়। কিন্তু বলিউডে প্রথম সারির তারকাদের দীর্ঘদিন ধরে চলে আসা এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোকে মনে করা হয় অসাধ্য এবং সেগুলো কখনো বাস্তবায়ন হবে কিনা, সে সংশয়ে রয়েছে ভক্তমহলে। জেনে নিন শীর্ষ কয়েকজন বলিউড তারকার অসাধ্য বিষয়, যেগুলো আসলে কখনো সাধন হবে কী?
সালমান খানের বিয়ে: সালমানের সাত পাকে বাঁধা পড়া কী আর এজন্মে দেখা যাবে? কত প্রেমিকা এল কত গেল। প্রেমিকার তালিকায় নাম রয়েছে কত জনের। তবুও বর হতে সালমানের মন সায় দিচ্ছে না পঞ্চাশ তো হল, আর কত?
রাজশ্রী ফিল্মের ব্যানারে সানি লিওনের অভিনয় : পারিবারিক সিনেমা নির্মানের জন্য বলিউডে পরিচিত রাজশ্রী ফিল্ম। ম্যায়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কউন, হাম সাথ সাথ হ্যায়-র মতো আদর্শ যৌথ পরিবারে সংস্কারি চরিত্রই মুখ্য যাদের সিনেমার, সেখানে হট সানির জায়গা পাওয়া অসাধ্যই বটে।
ধূমপান ছেড়ে অন্তত ৮ ঘণ্টার ঘুম শাহরুখের: ছাড়ব ছাড়ব করছি, তবু ছাড়তে পারছি না- এমনই অবস্থা শাহরুখ খানের। বলিউডের কিং খান যে ধূমপানে আসক্ত তা কারো অজানা নেই। মাঝে মধ্যেই শোনা যায়, শাহরুখ ধূমপান ছেড়ে দিয়েছেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই ফের দেখা যায় শাহরুখের মুখে ধোঁয়া। আর ঘুম? কখন তিনি ঘুমোন বলা মুশকিল। সব চিন্তা ফেলে কাজ ও পরিবারকে সময় দেওয়ার মাঝে কখনো কী নিজের ৮ ঘণ্টা ঘুমের সময় বের করতে পারবেন এই সুপারঅ্যাকটিভ খান?
ফ্যাশন স্টেটমেন্টের বদলে অভিনয়ের জন্য প্রশংসা পাবেন সোনম কাপুর: বলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকন সোনম এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যে প্রশংসা তিনি নিজের ফ্যাশন সেন্সের জন্য কুড়োন তা কী কোনোদিন নিজের অভিনয়ের জন্য নিতে পারবেন অনিল কন্যা।
আনুশকাকে ‘বিরাট’ প্রশ্ন: কোনো সাংবাদিক সম্মেলনে কী বিরাট কোহলির বিষয়ে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়ে রেহাই পাবেন?
ঋষি কাপুরের টুইট: ঋষি কাপুর কোনো টুইট করবেন আর তা ঘিরে কোনো বিতর্ক হবে না, তাও কী সম্ভব?
আমিরের কান্না: আজকাল প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন আমির খান। তাই যে কোনো অনুষ্ঠানে গিয়েই কেঁদে ফেলছেন মিস্টার পারফেকশনিস্ট। আগামী দিনেও কোনো অনুষ্ঠানে কী না কেঁদে ফিরে আসতে পারবেন আমির?
কঙ্গনা রাণৌতের বন্ধু পাতানো: কঙ্গনার যে হারে বলিউডে শত্রুর সংখ্যা বাড়ছে তার ২০ শতাংশও বন্ধুর সংখ্যা বাড়ছে না। এই হারে চললে অদূর ভবিষ্যতেও কী কাউকে বন্ধু বানাতে পারবেন কঙ্গনা।
অজয় দেবগণের নাচ: অ্যাকশন হল, রোমান্স হল, কমেডিটাও বেশ ভালোই হল। কিন্তু নাচানাচি যে কিছুতেই হচ্ছে না। নাচটা কী আদৌ রপ্ত করতে পারবেন অজয়?
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন