বলিউড তারকাদের বন্ধুতা-শত্রুতা
বন্ধুত্ব সবার জন্য। আর তাই একসঙ্গে কাজ করতে গিয়ে পেশাগত সম্পর্কও গড়ে ওঠে সহকর্মীদের মধ্যে। বন্ধুত্বের ক্ষেত্রে পিছিয়ে নেই তারকারাও। তবে তারকাদের বন্ধুত্ব গড়ে উঠতে যেমন সময় লাগে না তেমনি শত্রুতে পরিণত হতেও সময় লাগে না। আর এক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছেন বলিউড তারকারা। বন্ধু দিবসের প্রাক্কালে বলিউড তারকাদের বন্ধুতা আর শত্রুতার কিছু গল্প তুলে ধরা হলো:
ক্যাটরিনা-সোনাক্ষি: ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষির মধ্যেও চলছে ঠান্ডা যুদ্ধ। কারণ আর কিছুই নয়, একটি পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়েই তাদের মধ্যেকার এই ঠান্ডা শত্রুতা। জানা যায়, ক্যাটরিনা কাইফ সন্দেহ করেন ঐ ব্রান্ডের ব্রান্ড অ্যাম্বাসেডরের পদটি হাতিয়ে নেওয়ার চক্রান্তে নেমেছেন সোনাক্ষি। এ নিয়ে শুরু হয় তাদের মধ্যে শত্রুতা।
সালমান-অভিষেক: সালমানে অভিষেকের শত্রুতা ও ঠান্ডাযুদ্ধের বয়সও কম হলো না। মূলত ঐশ্বরিয়াকে বিয়ে করার পরপরই অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ে সালমানের। ফলে অভিষেক যেখানে থাকেন সেখানে ভুলেও টু মারেন না সালমান খান। যদিও অভিষেক সালমানের খুব কাছের বন্ধু ছিলেন না তবুও এই শত্রুতাকে ভাল চোখে দেখেন না কেউই। আর স্ত্রীর পুরনো প্রেমিক হিসেবে সালমানকে মোটেই সহ্য করেন না অভিষেক।
সালমান-শাহরুখ: কয়েক বছর আগে ক্যাটরিনা কাইফের জন্মদিনে একে অপরের সঙ্গে ঝগড়া বাধেন এই দুই তারকা। তারপর থেকে দীর্ঘদিনের শত্রুতা। যদিও এই শত্রুতার শুরু ক্যাটরিনার জন্মদিনের অনকে আগে থেকেই। আর এই দুই তারকার বিবাদ মেটাতে এগিয়ে আসেণ আমির খান। অবশেষে নানা জল ঘোলা’র ভেতর দিয়ে এ বছর তাদের মধ্যেকার বরফ গলতে শুরু করেছে।
পরিনীতি-শ্রদ্ধা: বলিউড তারকা পরিনীতি চোপড়া ও শ্রদ্ধা কাপুরের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। তবে তাদের এই বন্ধুত্বে হঠাৎ করেই একদিন চিড় ধরে। চিড় ধরার কারণ আর কিছুই নয় পেশাগত কারণ। এর বাইরেও আরও একটি কারণ রয়েছে বলে নিন্দুকেরা বলে বেড়ান। তারা নাকি একই নায়কের প্রেমে পড়েছিলেন আর এরপরপরই বন্ধু থেকে পরিণত হন শত্রুতে।
শাহরুখ-ফারাহ খান: শাহরুখ খানের সঙ্গে ফারাহ খানের ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকলেও হঠাৎ করেই তাদের শত্রুতা শুরু হয়। কারণ আর কিছুই নয়, একটি ছবিতে শাহরুখের পরিবর্তে অক্ষয়কে নেওয়াতেই এই শত্রুতা শুরু হয়।
সালমান-গোবিন্দ: বলিউডে সালমান খানের শত্রু সংখ্যাই বেশি। আর বন্ধু গোবিন্দ’র মেয়েকে নায়িকা বানানোর কথা দিয়েও আর কথা রাখেন নি। এতেই চটে যান সালমানের পার্টনার কাম বন্ধু গোবিন্দ।
বিপাশা-কারিনা: কারিনা কাপুর ও বিপাশা বসুর মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। প্রায় দশ বছর হতে চললো তাদের দ্বন্দ্বের বয়স। আর তাদের ঝগড়া বাঁধে আব্বাস মাস্তান পরিচালিত ‘আজনবী’ ছবি করতে গিয়ে। আর এ সময়েই কারিনা কাপুর বিপাশাকে উপাধি দেন ‘কালি বিল্লি’ নামে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন