বলিউড তারকাদের বাড়ির দাম কত?
বলিউড তারকারা কে কত রুপির বাড়িতে বাস করেন আর বাড়ি কতই বা সুন্দর তা নিয়ে সবার মধ্যেই রয়েছে একটা গোপন কৌতূহল। আর সেই কৌতূহলের টানেই বলিউড তারকাদের স্বপ্নপুরির খোঁজখবরে নেমে পড়া আমাদের।
শাহরুখ খানঃ বলিউড এর বাদশা বলে কথা! সুতরাং বাদশাহি জীবনযাপন তো তাঁর হতে ই হবে। সোজা কথায় বলতে গেলে রাজা বাদশাহদের মতো থাকতে ভালোবাসেন এই বলিউডি বাদশাহ। ভারতের অন্যতম বাণিজ্য নগরীতে অবস্থিত তাঁর ঠিকানার নাম ‘মন্নত’। মুম্বাই শহরের বান্দ্রায় অবস্থিত তাঁর এই বাড়িটি, যে বাড়িটি এরই মধ্যে পেয়ে গেছে ‘হেরিটেজ’ তকমা। যার মানে কেউ আর কোনো দিনই এই বাড়িটির কোনো ক্ষতি করতে পারবে না। বাড়িটির প্রতিটি অংশই ঐতিহ্যের দাবিদার। আর এই সুন্দর বাড়িটির দাম ২০০ কোটি রুপির ওপর।
অমিতাভ বচ্চনঃ বলিউড এর শাহেনশাহ তিনি। জীবন সূর্য অস্তাচলগামী হলে ও এখনো জনপ্রিয়তার শীর্ষে এই তারকা। পারিশ্রমিকের অঙ্কেও উঠতি নায়কদের সঙ্গে এখনো কম যান না। সুতরাং তিনি যে সাধারণ বাড়িতে থাকবেন না সেটাই স্বভাবিক ব্যাপার। খোদ মুম্বাই শহরে অমিতাভ বচ্চনের রয়েছে পাঁচ পাঁচটি বাড়ি। তবে পাঁচটি বাড়ি থাকলে ও সেই পাঁচটি বাড়িতে কিন্তু থাকেন না তিনি। সপরিবারে অমিতাভ বচ্চন থাকেন ‘জলসা’তে। এ বাড়িটির দাম কমপক্ষে ১১২ কোটি রুপি।
সালমান খানঃ কোনো বাংলো বাড়িতে নয়, আপাতত তিনি থাকেন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’। যদি ও এই অ্যাপার্টমেন্টের কাছেই ৩২ কোটি রুপি দিয়ে একটা বাড়ি ও কিনে ফেলেছেন তিনি। খুব শিগগির হয় তো নতুন বাড়ি সাজানোর কাজ ও শুরু করবেন । তবে আপাতত শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের বাড়ি থেকে কম দূরত্বে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকেন তিনি।
আমির খানঃ বলিউডে তিনি মিস্টার পারফেকনশিস্ট হিসেবে পরিচিত হলে ও খুব সাধারণ ভাবেই জীবন যাপন করতে পছন্দ করেন এই অভিনেতা। বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মাসিক ১০ লাখ রুপি দিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ‘সি ফেসিং’ ফ্ল্যাট হিসেবে খ্যাত ওই প্রপার্টিটি পরে ৬০ কোটি রুপির বিনিময়ে নিজেই কিনে নেন আমির খান। এখন সেই ‘সি ফেসিং’ প্রোপার্টিই আমির খানের ঠিকানা।
অক্ষয় কুমারঃ বলিউড এর এই খিলাড়ির ঠিকানা মুম্বাইয়ের ‘জুহু’ এলাকায়। জুহুর দ্বিতল একটি ফ্ল্যাটে থাকেন অক্ষয় কুমার। আমির খানের মতো অক্ষয় কুমার ও খুব সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। প্রায় ৪০ কোটি রুপি মূল্যের এই ফ্ল্যাটে আমিরিভাবে না হলে ও রীতিমতো অভিজাত পরিবেশে বাস করেন অক্ষয় এবং শুটিং শেষ হয়ে গেলে সোজা এই ফ্ল্যাটেই ঢুকে পড়েন মিস্টার খিলাড়ি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন