ব্রাজিল ৫-০ বলিভিয়া
বলিভিয়াকে গোলবন্যায় ভাসালো ব্রাজিল

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে গোলবন্যায় ভাসালো নেইমাররা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল।
নয় ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তারা জয় পেয়েছে পাঁচটিতে, ড্র করেছে তিনটিতে ও হেরেছে একটিতে।
১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। তৃতীয় অবস্থানে আছে ইকুয়েডর। আজ ব্রাজিলের কাছে হেরে যাওয়া বলিভিয়া সাত পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। তারা জয় পেয়েছে দুইটিতে, হেরেছে ছয়টিতে, ড্র করেছে একটিতে।
শুক্রবারের ম্যাচটিতে প্রথমার্ধেই ৪ গোল করে ব্রাজিল। এদিন ম্যাচের মাত্র ১১ মিনিটে নেইমারের গোলে লিড নেয় তারা। ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ফিলিপে কুটিনহো। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি করেন ফিলিপে লুইজ।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তথা ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন গ্যাব্রিয়েল জিসাস। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৫ মিনিটে শেষ গোলটি করেন রবার্টো ফিমিনো। ম্যাচের বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন