বলুন তো, ছবিতে মুস্তাফিজ কি ঘুমাচ্ছেন? নাকি…

ম্যাচের বাকী আর দুই দিন। এখন নিজেদের ঝালিয়ে নেওয়ার সময়। এর আগে কোনোদিনই নিউজিল্যান্ডের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই ইতিহাস বদলানোর প্রত্যয় মাশরাফিদের মাঝে। সেই প্রত্যয়েই আসল যুদ্ধের ময়দান ক্রাইস্টচার্চে আজ পৌঁছল ম্যাশ বাহিনী।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় অকল্যান্ড থেকে এয়ার নিউজিল্যান্ডের বিমান NZ527 এ চেপে পৌঁনে ৩ টায় ক্রাইস্টচার্চে পৌঁছে টিম টাইগার। নিউজিল্যান্ডে আসার পথে অকল্যান্ড বিমানবন্দরে অপেক্ষায় থাকা টাইগারদের ছবি তুলেছেন কে বা কারা? সেই ছবিতে মুস্তাফিজকে দেখা যাচ্ছেন ঘুমের বান করার মতো। কিন্তু ‘কাটার মাস্টার’ ঘুমাচ্ছেন না আসলও হাতে একটি কালো মোবাইল ফোন আর সেটার দিকেই তাকিয়ে কি জানি দেখাছেন মুস্তাফিজ?
তবে এদিন স্কোয়াডের ২২ ক্রিকেটার, ৬ জন কোচিং স্টাফ, টিম ম্যানেজার ও ভিডিও অ্যানালিস্ট সবাই একসাথে এক বিমানে চেপেই এসেছেন। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন প্রবাসী বাংলাদেশিরা।
ক্রাইস্টচার্চে আসার পর আজ আর অনুশীলনের সুযোগ নেই। তাই হোটেলে দীর্ঘ টিম মিটিং হয়েছে। আগামীকাল শনিবার সকালে ম্যাচ ভেন্যু ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুশীলনে নামবে সাকিব-মুশফিকরা। ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে, খেলা শুরু নিউজিল্যান্ড সময় সকাল ১১ টায়, বাংলাদেশে ভোর ৪ টায়।
শেষ দুটি প্রস্তুতি ম্যাচ না জিতলেও বেশ কিছু সুখবর আছে টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের পরিবেশের সাথে প্রায় মানিয়ে নিয়েছেন তারা।
ইনজুরি কাটিয়ে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতেই দেখা যেতে পারে তাকে। অন্যদিকে রান এসেছে ফর্মহীনতায় ভূগতে থাকা সৌম্য সরকারের ব্যাটে। এসবই ইতিবাচক হয়ে উঠেছে টাইগারদের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন