বল টেম্পারিংয়ের অভিযোগ উইলিয়ামসনের উপর

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের পর এবার অভিযোগের তীর উঠল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিনি বল টেম্পারিং করেছেন; এমনটাই দাবি করছে দেশটির গণমাধ্যমগুলো।
তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৬ ডিসেম্বর মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটিতে কিউইরা ৭৭ রানের জয় পেয়েছে। সেই ম্যাচের উইলিয়ামসনের কিছু ছবি এসেছে মিডিয়ার হাতে। যেখানে দেখা যাচ্ছে বলকে নিয়ে কিছু একটা করছেন কিউই অধিনায়ক।
উইলিয়ামসনের বল ট্যাম্পারিংয়ের ব্যাপারটি প্রথম ওয়ানডের ম্যাচ আম্পায়ারের রিপোর্টে এসেছে। এটা আবার গিয়েছে ম্যাচ রেফারির কাছে। ভারতের অনফিল্ড আম্পায়ার শামসুদ্দিন বলের বিকৃতি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উইলিয়ামসন। তার দাবি ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে তামিম ইকবাল ফাইন লেগ দিয়ে বল পাঠান সীমানার বাইরে। বলটি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লেগে আকৃতি পরিবর্তন হয়ে যায়। তিনি বলেন, এটি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাগলে বলে একটা চিহ্ন পড়ে যায়। প্রথম ওভারেই হয়েছিল তা। এ ব্যাপারে আম্পায়ারের কিছু বলা উচিৎ ছিল।
আর উইলিয়ামসনের সঙ্গে সুর মিলিয়েছেন ওই ম্যাচ ১৩৭ রানের ইনিংস খেলা টম ল্যাথামও। তিনি বলেন, হোর্ডিংয়ে লাগলে বলে একটি চিহ্ন পড়ে যায়। পরে তারা একে অন্যের সঙ্গে কথা বলে ব্যাপারটি সেখানেই মিটিয়ে নেয়। তবে এ ব্যাপারে আম্পায়াররা কিন্তু কিছুই বলেননি। কিছুদিন একই অভিযোগে শাস্তি পেতে হয়েছিল ডু প্লেসিসকে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। তারপরও আইসিসি বিচার করেছিল। এবার কি হবে তা এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন