বল হাতে সাফল্য দিয়ে ফিরলেন আশরাফুল
নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুল প্রথম সাফল্য পেয়েছেন।
তবে নিজের জাত চেনানো ব্যাটিং দিয়ে নয়, ঘূর্ণিবলে দুটি উইকেটে নিয়ে ফিরলেন তিনি।
রোববার জাতীয় ক্রিকেটে লিগে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে বরিশালের বিপক্ষে ফিল্ডিং করছে আশরাফুলের দল ঢাকা মেট্রো।
ম্যাচের ১২তম ওভারে প্রথম বল করতে আসেন আশরাফুল। নিজের করা সপ্তম ওভারে ফজলে মাহমুদকে ফিরিয়ে সাফল্য পান তিনি, তখন বরিশালের দলীয় রান ৫০।
আশরাফুলের বলে ফজলে মাহমুদ শামসুর রহমানের তালুবন্দি হন। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে উইকেটের দেখা পেলেন তিনি।
এরপর বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দলীয় ৭২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন সেট ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের উইকেটও।
এ প্রতিবেদন পর্যন্ত আশরাফুল ১২ ওভার বল করেছেন, ৫টি মেডেনসহ ১৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। বরিশালের তিনটি উইকেটের দুটিই দখলে নিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিপিএলে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন আশরাফুল। শাস্তির বিরুদ্ধে আপিল করলে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছর।
এর মধ্যে দুই বছর নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের (ঘরোয়া ক্রিকেটে)।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও দুই বছর লাগবে আশরাফুলের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন