বসন্তের কোকিলদের রাজনীতিতে স্থান নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টাউট-বাটপার ও সুবিধাভোগীরা আর এ দেশের রাজনীতিতে স্থান পাবে না। বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতিবাজ, প্রতারক, সুবিধাবাদী, হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হটাতে হবে।
আজ রোববার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন’ উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমান, সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরী, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ৭০ বছর জন্মদিনে বাংলাদেশকে ৭০ বছর এগিয়ে নিয়ে গেছেন। লেখা পড়া শিক্ষা সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন হাতে হাতে মোবাইল ফোন, কৃষকের হাতেও মোবাইল ফোন এই বিল্পব কে করেছে, শেখ হাসিনা। তিনি এখন বিশ্ব নেত্রী।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আইসিটি বিপ্লবে নতুন মাত্রা যোগ করেছেন। তার নেতৃত্বে তোমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মাদকের অভিশাপ সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। নেত্রীর জন্মদিন উপলক্ষে তোমাদের বলবো, মাদককে না বলো, নিজেরা মাদক নিবো না, অন্যকেও মাদক গ্রহণ করতে দিবো না। মাদক আমাদের আগামী দিনের তরুণ সমাজকে ভয়াবহ ছোবল দিয়েছে, ভবিষ্যত প্রজন্মকে মাদকের এই ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন