রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বসন্ত বাতাসে পরাগরেণু অ্যালার্জি

চলে গেল শীত। আজ থেকে শুরু হলো বসন্ত। বসন্ত বাতাস সাথে করে নিয়ে এসেছে পরাগরেণুর সমারোহ।

বসন্ত মানেই গাছে গাছে পরাগরেণু। এই সময়ে ফুল ছাড়াও বিভিন্ন গাছে ফুলের পরাগায়ন হতে শুরু করে। এই পরাগায়ন প্রকৃতিকে ফুলে ফলে সাজিয়ে দেওয়ার উদ্দেশ্যে হলেও অনেকের ক্ষেত্রেই তা অস্বস্তি বয়ে আনতে পারে। এর অন্যতম কারণ ফুল, বিভিন্ন গাছ, ঘাস এবং আগাছা ধরণের গাছ থেকে বাতাসে উড়ে বেড়ানো পোলেন, যা বাংলায় পরাগরেণু হিসাবে পরিচিত। এটি অ্যালার্জিরও কারণ হতে পারে।

বসন্তে একদিকে যেমন বাতাসে পরাগরেণু উড়ে বেড়ায়, অন্যদিকে শীতের শুষ্ক আবহাওয়াও প্রায় বহাল থাকে। এই দুইয়ে মিলে বসন্তের বাতাস যতই মৃদুমন্দ হোক না কেনো, তা অনেকের নাকেই অস্বস্তির সৃষ্টি করে থাকে। বিশেষ করে যারা আগে থেকেই অ্যালার্জিপ্রবণ। এছাড়া পরাগরেণু ও ধূলোবালির প্রতি অতি সংবেদনশীল।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পোলেন বা পরাগরেণুজনিত এই অ্যালার্জি, পোলেন অ্যালার্জি, স্প্রিং অ্যালার্জি ইত্যাদি নামে পরিচিত। এ ধরণের অ্যালার্জির উদ্রেককারী বস্তুটি যেহেতু বাতাসে ভেসে বেড়ায় তাই এটি প্রথম আক্রমণ করে নাকের ঝিল্লিকে।

নাকের ঝিল্লি পরাগরেণুর উপস্থিতিকে শরীরের কাছে বন্ধু বলে মনে হলেই শুরু হয়ে যায় হাঁচি। যার পরিণাম নাকবন্ধ হওয়া, নাক দিয়ে তরল পানি ঝরা। কখনো কখনো কারো কারো ক্ষেত্রে হাঁচি, সর্দি তীব্র আকার ধারণ করে থাকে। শরীরে কিছুটা জ্বর বোধ হয়। চোখ লাল হয়ে চুলকাতে থাকে। এই অবস্থাকে বলা হয় হে-ফিভার। শুধু যে নাক-চোখ চুলকায় তা নয়, অনেকের ত্বকও চুলকাতে থাকে এই কারণে।

তবে অবস্থা যাই হোক, এন্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে নিলে এবং নাকে বিশেষজ্ঞের পরামর্শমত স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করলেই অবস্থার অনেকটাই উন্নতি ঘটে। তাছাড়া উপসর্গ অনুযায়ী নাকে গরম পানির বাষ্প টানলেও উপকার হয়।

তবে প্রতিরোধের জন্য এ সময়ে মাস্ক ব্যবহার করা যেতে পারে। অনেক ক্ষেত্রে শরীরের প্রতিরক্ষা শক্তিকে বাড়ানোর জন্য ইমিউনোথেরাপি নেওয়া যেতে পারে। ইমিউনোথেরাপি হিসাবে বিভিন্ন ইনজেকশন আছে, যেগুলো একবছর কার্যকর থাকে।

লেখক : সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?