রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বসবাস ভারতে, পড়াশোনা বাংলাদেশে

বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট লাগোয়া গ্রাম নিচাগোবিন্দপুর। সীমান্তঘেঁষা গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের। এ গ্রামের বাসিন্দারা সকলেই জন্মসূত্রে ভারতীয় নাগরিক। কিন্তু তারা পড়াশোনা করে বাংলাদেশে। সীমান্তের জিরো পয়েন্ট লাগোয়া এই গ্রামটির কাছাকাছি কোনও স্কুল না-থাকায় এখানকার ছেলেমেয়েদের বেশির ভাগই পড়াশোনা করতে আসে দিনাজপুরের বিরামপুর কাটলা ও চণ্ডীপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায়।

কলকাতার বৈকালিক দৈনিক এবেলা শুক্রবার এ খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে, বাংলাদেশে পড়াশোনা করার কারণে ভারতীয় এসব ছাত্রছাত্রীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’কে নিজেদের জাতীয় সঙ্গীত হিসেবে জানে। তাদের স্বদেশের জাতীয় সঙ্গীত ‘জনগণমন. . .’ ভুলে গেছে।’

এবেলা জানায়, এখানকার বাসিন্দাদের সকলেই জন্মসূত্রে ভারতীয় নাগরিক। বড়দের সকলের রয়েছে রেশনকার্ড ও সচিত্র পরিচয়পত্র। কিন্তু সেই নাগরিকত্বের কদর শুধুমাত্র নির্বাচনের সময়ে। ওরা জানেন, ভোটাধিকারের আগের মুহূর্ত পর্যন্ত তাঁদের জামাই আদর আর প্রতিশ্রুতি আসলে মিছে স্বপ্ন দেখানো ছাড়া কিছুই নয়। তাই স্বাধীনতার ৭০ বছর পরেও ভারতের শিক্ষার মানোন্নয়নের জন্য চালু স্বাক্ষরতা-সহ সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত ভারত ভূখ-ের এই গ্রামের মানুষ। ছেলেমেয়েদের পড়াশোনা করতে যেতে হয় সীমান্তের ওপারে বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকেই নিজেদের বলে জানে সকলে। জাতীয় সঙ্গীতের কথা জিজ্ঞেস করলেই ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি. . .’ শুনিয়ে দেয় তারা।

এবেলার প্রতিবেদনে বলা হয়,স্থানীয় প্রশাসন হিলি ব্লকের ধলপাড়া পঞ্চায়েতের এই গ্রামটির শিশুদের শিক্ষার উন্নয়নের কোনও উদ্যোগ সেভাবে নেয়নি বলে অভিযোগ। স্বাধীনতার ৫৮ বছর পরে ২০০৫ সাল নাগাদ নিচাগোবিন্দপুর গ্রামে একটি শিশু শিক্ষাকেন্দ্র চালু হয়েছিল। কিন্তু তার পরে আর কেউ খোঁজখবর নেয়নি। সেই সময়ে স্কুলটির নিজস্ব কোনও বাড়ি না-থাকায় গ্রামের মধ্যে বাঁশঝাড়ের নীচে বসেই বাচ্চারা লেখাপড়া শিখত। কচিকাঁচাদের অসহায় অবস্থা দেখে গ্রামেরই আফাজ মোল্লা স্কুল তৈরির জন্য জমিও দান করেছিলেন। বছর তিনেক আগে ধলপাড়া পঞ্চায়েতের উদ্যোগে সেই জমিতে স্কুল বিল্ডিং তৈরি হয়। সেই বিল্ডিং-এ পঠনপাঠন শুরুও হয়। কিন্তু শিক্ষকরা কোনও সাম্মানিক না-পাওয়ায় কয়েক মাসের মধ্যে তা বন্ধও হয়ে যায়। এর পরে আর কিছু করেনি প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিগ্গা জানিয়েছেন, স্কুলের অভাবে শিশুরা বাংলাদেশে পড়াশোনা করতে যায় এমন কোনও খবর তাঁর জানা নেই। তবে তিনি জানিয়েছেন, নিচাগোবিন্দপুর গ্রামে শিশুশিক্ষা কেন্দ্রটি কেন বন্ধ হয়ে রয়েছে সে সম্পর্কে খোঁজ নিয়ে তিনি তা পুনরায় চালু করার উদ্যোগ নেবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!

আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন

দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন

মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন

  • দিনাজপুরে বর্ষণের পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন
  • পার্বতীপুরঃ পালিত হলো বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭
  • দিনাজপুরে ধর্ষণের স্বীকার ৩ স্কুল ছাত্রী হাসপাতালে
  • নারী মুরিদসহ পীরকে কুপিয়ে ও গুলি করে হত্যা
  • মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআইসহ আহত ২
  • পার্বতীপুরে “দৈনিক ভোরের কাগজ”র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • শিমুল হত্যার প্রতিবাদে ডাকা হরতালে অচল শাহজাদপুর
  • পার্বতীপুরে মিডিয়া কর্নার শিল্পী পরিষদের উদ্দ্যোগে অভিষেক অনুষ্ঠান
  • স্থানীয় একজনের জানাজা শেষে নিজেই হলেন লাশ
  • স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজনঃ পুলিশ ও ইউএনওকে দেখে পালিয়েছেন পুরোহিত
  • মানুষ মানুষের জন্যঃ খাদিজার পাশে তানজিব ও তাঁর ব্যান্ড
  • দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১