বসুন্ধরায় বারবার কেন আগুন লাগে: আনিসুল হক

বসুন্ধরা সিটিতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বসুন্ধরা সিটির আট তলা অংশের ছয় তলায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এর পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১টার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এসেছে বলেছে ফায়ার সার্ভিস জানিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমিও জানতে চাই, বার বার কেন তাদের মার্কেটে আগুন লাগে। এই পর্যন্ত তিনবার এই মার্কেটে আগুন লেগেছে।
রাজধানীর অন্যতম বৃহৎ এই শপিং কমপ্লেক্সে লাগোয়া দুটি ভবন রয়েছে। এর পান্থপথ সড়কমুখী আট তলা ভবন এবং পেছনের ১৯ তলা ভবন।
পেছনের এই ভবনের উপরের দিকে ২০০৯ সালের ১৩ মার্চ ভয়াবহ আগুনে সাত জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক।
এর পর ওই বছরেরই অাগাস্টে এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ড ঘটে।
তবে আজকের আগুনে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কিছু লোক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন