বাঁকখালী নদীতে নৌকাডুবি, দুই ছাত্র নিখোঁজ
কোরবানির ঈদের গরুর বাজার আর তাদের দেখা হয়নি। বাজারটি দেখার আগেই কক্সবাজারের বাঁকখালী নদীতে নৌকাডুবিতে দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই ছাত্রের নাম আবদুর রহমান এবং মোহাম্মদ আসিফ।
আজ শুক্রবার বিকেলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারে দমকল বাহিনীসহ দুটি পৃথক উদ্ধারকারী দল তৎপরতা চালাচ্ছে। রাত ৮টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি।
কক্সবাজারের রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম জানিয়েছেন, রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ১০-১২ জন ছাত্র শখের বসে একযোগে কোরবানির গরুর বাজার দেখতে নদী পার হচ্ছিল। এ সময় আকস্মিক নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকায় থাকা অন্য সহপাঠীরা সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হলেও দুই বন্ধু নদীতে নিখোঁজ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ শফি জানান, দশম শ্রেণির মেধাবী ছাত্র আবদুর রহমান এবং মোহাম্মদ আসিফ দুইজন অত্যন্ত ঘনিষ্ঠ সহপাঠী। তারা দুজনই রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ওমখালী ও ঘাটপাড়া গ্রামের বাসিন্দা।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্টো জানান, নৌকাডুবির পরপরই কক্সবাজার জেলা শহর থেকে দমকল বাহিনীর ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে কক্সবাজার সৈকতের ইয়াছির লাইফ গার্ড ও রবি লাইফ গার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে রাত ৮টায় পর্যন্ত দুই সহপাঠীকে উদ্ধার করা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন