বাঁচা-মরার লড়াইয়ে কাল মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
লিগ পর্বে উভয় দলই আটটি করে জয় পেয়েছে। কিন্তু নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থাকায় হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে। আর কলকাতা রয়েছে চার নম্বরে।
বুধবারের ম্যাচে যারা জয় পাবে তারা শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকবে। ফাইনালে উঠতে হলে তাদের কোয়ালিয়াফায়ার-১ ম্যাচে হারা দলকে মোকাবেলা করতে হবে। তবে, যারা হারবে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
লিগ পর্বে হায়দ্রাবাদ ও কলকাতা দুইবার মুখোমুখি হয়েছিলো। দুই ম্যাচেই হেরেছিলো হায়দ্রাবাদ। প্রথমটিতে কলকাতা ম্যাচ জিতেছিলো আট উইকেটে। আর দ্বিতীয়টিতে সাকিবরা জিতেছিলো ২২ রানে।
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১৬টি উইকেট শিকার করেছেন। আর সাকিব আল হাসান ১০টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১১৪ রান সংগ্রহ করেছেন। আর বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন