বাংলাদেশকে ভয় পাচ্ছে না পাকিস্তান: শাহরিয়ার খান
কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মন্তব্য করেছিলেন, বাংলাদেশের বিপক্ষে হারলে ওয়ানডে র্যাংকিংয়ে পিছিয়ে পড়বে পাকিস্তান। সেক্ষেত্রে সরাসরি বিশ্বকাপে খেলা হবে না। তাই বাংলাদেশে আসতে তাদের গড়িমসি। অন্যদিকে, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এমন দাবি উড়িয়ে দিয়েছেন।
পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রধান বলেছেন, ‘তারা (বিসিবি) বলছে বাংলাদেশের বিপক্ষে খেলতে আমরা ভয় পাচ্ছি, এটা সত্যি নয়। আমরা এই অবস্থাতেও খেলতে পারবো। আমাদের র্যাংকিং নামলে নামুক, আপনারা এখানে খেলতে আসুন। যদি র্যাংকিং নেমে যায়, আমরা কোয়ালিফায়িং খেলবো।’
বাংলাদেশে সফর নিয়ে পাকিস্তানের নাটক চলছেই। শুরুতে সবকিছু ঠিক থাকলেও, দুবাইতে আইসিসির বৈঠক শেষে পিসিবি ঘোষণা দেয় বাংলাদেশ সফরে যাবে না।
এর আগে পিসিবির পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সফর করতে হবে বাংলাদেশ দলকে। কিন্তু তাতে রাজি হয়নি বিসিবি। শেষপর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সময়ে প্রস্তাব দেওয়া হয়, মূল দল নয়; হাইপারফরম্যান্স টিম যাবে পাকিস্তানে। শুরুতে না মেনে নিলেও, দুবাইতে বৈঠক শেষ করে মত বদলে ফেলে পিসিবি।
শাহরিয়ার খান তখন জানান, পাকিস্তানে পূর্ণ শক্তির দলই পাঠাতে হবে। এরই মধ্যে দুইবার বাংলাদেশে সফর করেছে পাকিস্তান জাতীয় দল। এবার সময়, বিসিবির দল পাঠানোর।
মূলত, সবকিছুর পিছনে র্যাংকিংয়ের ব্যাপারটি অনেকখানি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আট নম্বরে থাকা পাকিস্তান পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে কিনা সেটা একরকম ‘ঝুলন্ত’। তবে বাংলাদেশে আসার আলোচনা এখনও শেষ হয়নি পিসিবির। নতুন দাবি, আর্থিক সঙ্গতি ঘটাতে হবে। অতীতে বাংলাদেশে সিরিজ খেলতে তিন লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার নেয় পিসিবি। এবারও একই উদ্দেশ্যে আলোচনা চালাচ্ছে সাবেক বিশ্বসেরাদের বোর্ড।
এ প্রসঙ্গে শাহরিয়ার খান বলেন, ‘আমি বিসিবিকে চিঠি দিয়েছি। এখনও আলাপ চালিয়ে যাচ্ছি। আমরা যদি একটা আর্থিক চুক্তিতে পৌঁছতে পারি তাহলে এখনও খেলার সুযোগ রয়েছে। গেলবার আমরা ৩২৫,০০০ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে নিয়েছিলাম। কিন্তু এবারে তারা আমাদেরকে কোন অর্থ দিচ্ছে না। তাই আমরা ব্যাপারটি নিয়ে আলোচনা করবো।’
অবশ্য এফটিপিতে বলা আছে, জুলাই-আগস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। কিন্তু শাহরিয়ার খান বল টানতে চাইছেন নিজেদের কোর্টে, ‘এফটিপি হলেও, এর আগে আমরা গিয়েছি এবার তারা আসুক।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন