বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সন্ত্রাস দমনে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডে তথ্য দিয়েও সাহায্য করতে চায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কার্যালয়ে তার সঙ্গে বৈঠকে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি উইলিয়াম টড। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও দেশটির দূতাবাসের আরো কয়েকজন কর্মকর্তা।
বৈঠক শেষে উইলিয়াম টড সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সদস্যসহ বাংলাদেশে সম্প্রতি যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেসব হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই। তা ছাড়া, বাংলাদেশে সন্ত্রাস দমনেও আমরা সহযোগিতা করতে চাই।’
ইতালীয় নাগরিক তাবেলা সিজার ও জাপানের নাগরিক হোশে কুনিও হত্যার পর বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বৈঠকে কূটনীতিকদের সাম্প্রতিক নিরাপত্তায় সন্তুষ্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
বৈঠকে উপস্থিত থাকলেও সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মার্শা বার্নিকাট।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন