বাংলাদেশকে সাহায্য করতে চান রামপ্রকাশ
ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহজাগানো দল। গত বছর ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া মাশরাফির দলের সামনে আরেকটি সিরিজ জয়ের হাতছানি। কিন্তু টেস্টে এখনো বাংলাদেশ পায়ের নিচে শক্ত ভিত গড়তে পারেনি। সে জন্য মার্ক রামপ্রকাশ আন্তরিকভাবে দুঃখিত। ইংল্যান্ডের ব্যাটিং কোচ টেস্টে উন্নতি করার জন্য বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী।
২০০০ সালের নভেম্বরে অভিষেকের পর গত ১৬ বছরে মাত্র ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। অথচ এই শতাব্দীতে ইংল্যান্ড ২১২, অস্ট্রেলিয়া ১৮৯, ভারত ১৭২, পাকিস্তান ১৩৮, দক্ষিণ আফ্রিকা ১৬৪, ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ আর নিউজিল্যান্ড ১৩৯টি টেস্ট খেলেছে।
বাংলাদেশের এত কম টেস্ট খেলা নিয়ে রামপ্রকাশ চিন্তিত। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান বাংলাদেশের দিকে। চট্টগ্রামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতি করছে। যদিও তারা খুব বেশি টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পায় না। এই কারণে এই সফরে আসার প্রতিশ্রুতি রাখা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। বাংলাদেশের আরো বেশি টেস্ট খেলা প্রয়োজন আর তাই আমাদের যতটা সম্ভব তাদের সাহায্য করা উচিত।’
বাংলাদেশের ক্রিকেটাররা যে টেস্ট খেলতে কতটা ব্যাকুল, সে কথাও জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা রামপ্রকাশ, ‘বাংলাদেশ দলে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। গত বছরের বিশ্বকাপে তারা যোগ্য দল হিসেবেই ইংল্যান্ডকে হারিয়েছিল। আমরা জানি তাদের ওয়ানডে দলটা দুর্দান্ত। তবে তাদের অনেক ক্রিকেটারই টেস্ট খেলোয়াড় হিসেবে উন্নতি করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে ইদানীং। আমাদের এই ইচ্ছাকে স্বাগত জানিয়ে বাংলাদেশকে সমর্থন জানানো উচিত।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন