বাংলাদেশি নারীকে ধর্ষণ, ভারতে তিনজনের কারাদণ্ড
বাংলাদেশি এক নারীকে ধর্ষণের দায়ে ভারতের কেরালা রাজ্যের মারাদের বিশেষ অতিরিক্ত দায়রা আদালত তিনজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন। এর মধ্যে প্রধান আসামি এ বি নৌফালকে (৩০) আট বছরের কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
ভারতের সংবাদপত্র ডেকান ক্রনিকলের অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, ওই মামলার দ্বিতীয় আসামি সুহাইল থাঙ্গালকে (৪৪) পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তৃতীয় আসামি সুহাইলের স্ত্রী আমবিকা। তাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উভয়কে ২৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
তথ্য প্রমাণের অভাবে মামলার চতুর্থ আসামিকে ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক এ কৃষ্ণকুমার।
দূতাবাসের মাধ্যমে জরিমানার অর্থ ওই নারীকে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন ভারতের আদালত।
মামলার অভিযোগে বলা হয়, এরানজি পারামে ওই নারীকে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। সেখান পালিয়ে এসে ২০১৫ সালের ২৮ মে তিনি পুলিশকে বিষয়টি জানান। নয়দিন ধরে তাঁকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে উল্লেখ করে মামলা দেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী ওই নারী তিন সন্তানের জননী। তাঁর স্বামীও আছে। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি মুম্বাইয়ে হাজি আলী দরগায় বেড়াতে যান। ভারতে থাকার সময় নৌফালের সঙ্গে পরিচিত হন তিনি। নৌফালের বাড়ি কেরালার ত্রিকাড়িপুরের কাশারগড়ে। নৌফাল তাঁকে বিক্রয়কর্মী হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেরালায় নিয়ে যান।
এর পর এরানজিপালামে একটি বাড়িতে ওই নারীকে নিয়ে যান নৌফাল। ওই বাড়িতে সুহাইল থাঙ্গাল ও তাঁর স্ত্রী দেহ ব্যবসা চালান।
ঘটনার পর ওই নারীকে কেরালার ভেলিমাড়ুকুনুতে সরকারি বাসস্থানে রাখা হয়। সে সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তী সময় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
জীবনের এই কষ্টের কথা ‘জান এন্না মুরিভু’ (আহত আমি) নামে একটি বইয়ে উল্লেখ করেছেন ওই নারী। আর তার আঁকা চিত্র নিয়েও প্রদর্শনীর আয়োজন করা হয়।
মামলায় ওই নারীর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সি সুগাথান।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন