বাংলাদেশেও ট্রাম্পের কাছে হিলারির হার!
আর কতবার কতভাবে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে হারবেন হিলারি ক্লিনটন তার বোধহয় কোনো ঠিক নেই। শুধু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেই ক্ষান্ত দেননি ট্রাম্প, বাংলাদেশেও হিলারিকে হারিয়েছেন তিনি।
অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, বাস্তবেই এমনটি ঘটেছে।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’-এ ২০১৬ সালের সবচেয়ে বেশি খোঁজা নামের তালিকা প্রকাশ করেছে। আর এ বছর সবাইকে পেছনে ফেলে বাংলাদেশে প্রথম হয়েছেন মার্কিন নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তাঁরই স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
এরপর বাংলাদেশ থেকে খোঁজা মানুষের তালিকায় আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী, সাবেক মার্কিন ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
আর এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে মার্কিন নির্বাচন নিয়ে আগ্রহের বিষয়টিই উঠে এসেছে। কেননা এই তিনজনের পরেই কোনো বাংলাদেশিকে খুঁজেছেন বাংলাদেশিরা। আর সেই তালিকায় চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিতর্কিত নানা বক্তব্যের জন্য নির্বাচনের আগে থেকেই বারবার সমালোচিত হন তিনি। গত মাসে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ইলেকটোরাল কলেজ ভোটে জয় পান তিনি।
অন্যদিকে খোঁজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেলানিয়া ট্রাম্প শুধু ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীই নন। একজন সাব্কে মডেলও বটে। স্লোভেনিয়ান-মার্কিন এই মডেলকে নিয়েও রয়েছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ। গুগল সার্চের ফলাফল অন্তত তাই বলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন