বাংলাদেশেও মুক্তি পাচ্ছে “ব্ল্যাক”
অবশেষে বাংলাদেশের রূপালী পর্দাগুলোতেও দেখতে পাওয়া যাবে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘ব্লাক’। বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর। ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মীম ও কলকাতার নায়ক সোহম।
‘ব্লাক’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ ও বাংলাদেশের কিবরীয়া লিপু। গত শুক্রবার কলকাতায় ছবিটি মুক্তি দেয়া হয়েছে। যদিও কলকাতা ও বাংলাদেশে একই দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
এ সম্পর্কে অভিনেত্রী মীম বলেন ‘সাময়িক জটিলতা কাটিয়ে অবশেষে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। যৌথ প্রযোজনার সকল নিয়ম মেনেই ‘ব্লাক’ ছবিটি নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।
মীম আরও বলেন, ‘আমি আশা করছি সকলেই ছবিটি বেশ উপভোগ করবে। আমি দর্শকদের অনুরোধ করবো, সবাই যেন সিনেমা হলে গিয়ে ‘ব্লাক’ ছবিটি উপভোগ করেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন