বাংলাদেশের উড়ন্ত সূচনা
আট জাতির ইমার্জিং কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৮ উইকেটের একেবারে সহজ জয় মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই দাঁড়াতেই পারেনি আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের বিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকেরা।
‘বি’ গ্রুপের ম্যাচটিতে এ দিন সকালে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় হংকং। কিন্তু অধিনায়ক মুমিনুল ও সহ-অধিনায়ক নাসির হোসেনের বোলিং তোপে মাত্র ৩৫.১ ওভারে ১২৫ রানে অল আউট হয় হংকং। দলটির পে বাবর হায়াৎ সর্বোচ্চ ৩৭ রান করেন। মুমিনুল ১১ রানে তিনটি ও নাসির ১৮ রান খরচায় ৩টি করে উইকেট নেন। এ ছাড়া রাহাতুল ফেরদৌস ২টি ও আবুল হাসান রাজু ১ উইকেট নেন।
জবাব দিতে নেমে মাত্র ১৬.১ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। মোহাম্মদ সাইফ হাসান ৫৭ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া মুমিনুলের ব্যাট থেকে ২১ ও আজমির আহমেদের ব্যাট থেকে আসে ১৫ রান।
ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম ম্যাচেই সাইফ ওপেনিংয়ে নেমে করলেন ৪৭ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস। ৯টি চার আর একটি ছয়ের মারে ইনিংস সাজানো এই তরুণ হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে বললেন, ‘খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম। তার ফলাফল পেলাম। এই ইনিংস আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। পরবর্তী ম্যাচগুলো আরো সহজভাবে খেলতে পারব। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন