বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের একজন প্রেসিডেন্টই গিয়েছিলেন কিউবায়

বাংলাদেশের সঙ্গে কিউবার সম্পর্ক শুরু হয়েছিল ১৯৭২ সালে। মাঝখানে কয়েক বছর ছেদ পড়লেও মাত্র একজন সরকার বা রাষ্ট্রপ্রধানই সফর করেছেন কিউবা। ১৯৭৯ সালে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর আমন্ত্রণে দেশটিতে গিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ওই সময়ের কাগজপত্র ও সংবাদচিত্রে এসব তথ্য পাওয়া গেছে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খানও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে কিউবা সফর করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে ফিদেল কাস্ত্রোর আমন্ত্রণে ওই সফরে জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কোনো রাষ্ট্রপ্রধান কিউবা সফরে যাননি।

বাংলাদেশ ও কিউবার মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হয় ১৯৭২ সালে। তবে ১৯৭৪ সালে যখন বাংলাদেশ কিউবার সঙ্গে পাটের ব্যাগ রপ্তানিবিষয়ক একটি বিতর্কিত চুক্তি করে, তখন সম্পর্ক নতুন মাত্রা পায়। এই চুক্তির ফলে বাংলাদেশের ওপর ভীষণ ক্ষুব্ধ হয় মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের সঙ্গে বরাবরই কিউবার ভীষণ খারাপ সম্পর্ক ছিল। এর জের হিসেবে বাংলাদেশে খাদ্যসহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। আর এই ঘটনা ঘটে ১৯৭৪ সালের আগস্ট মাসে। যখন ভয়াবহ একটি বন্যার পর মাত্র ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। এর ফলে দেশে দুর্ভিক্ষ মারাত্মক আকার ধারণ করে এবং অনাহারে অন্তত এক লাখ মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্র থেকে আবারও খাদ্যসহ অন্য সহায়তা পেতে বাংলাদেশকে কিউবার সঙ্গে সব ধরনের পারস্পরিক সম্পর্ক ছিন্ন করতে হয়।

ফলে ১৯৭৪ সালের পর থেকে বাংলাদেশের সঙ্গে কিউবার আর কোনো সম্পর্ক ছিল না। পরে ১৯৭৯ সালে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কিউবায় রাষ্ট্রীয় সফরে যান। আর এর মাধ্যমে আবারও দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। সে সময় থেকেই কিউবার নাগরিকরা বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধাও পেয়ে থাকেন।

সে সময় জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে ফিদেল কাস্ট্রোর আমন্ত্রণে কিউবার রাজধানী হাভানায় যান জিয়াউর রহমান। বিমানবন্দরে কাস্ত্রো স্বাগত জানান বাংলাদেশের তৎকালীন এই রাষ্ট্রপ্রধানকে।

ওই সময় জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে অংশ নিয়ে জিয়াউর রহমান বলেন, ‘পরমাণু অস্ত্র ধ্বংস করার মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মেলনে হওয়া চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা গেলেই বিশ্বাসের পরিবেশ সৃষ্টি হবে এবং উদ্বেগমুক্ত হওয়া যাবে।’

শুক্রবার দিবাগত রাতে কিউবার রাজধানী হাভানায় শেষনিশ্বাস ত্যাগ করেন ফিদেল কাস্ত্রো। ৯০ বছর বয়সী এ নেতার মৃত্যুর খবর টেলিভিশনে ঘোষণা করেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেলের ভাই রাউল কাস্ত্রো।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত