বাংলাদেশের কোথাও আইএস নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আইএস নামের কোনো জঙ্গি সংগঠন নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা ঘুরেছি, কোথাও আইএসের কোনো অস্বিত্ব নেই। গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করে বিদেশিদের হত্যার যে ঘটনা ঘটেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভীত নয়। বাংলাদেশে কোনো আইএস নেই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা এ দেশীয় সন্ত্রাসী। তারা জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।’
স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেও একাধিকবার দাবি করেছিলেন যে, বাংলাদেশে আইএস নেই।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের পৌর মেয়র হাজী আব্দুল গণির সভাপতিত্বে এই জঙ্গিবিরোধী সমাবেশের আয়োজন করে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের জঙ্গিবিরোধী কমিটি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ অনেকে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে এ জঙ্গিবিরোধী সমাবেশ হয়। সমাবেশে কয়েক হাজার লোক অংশ নেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন