“বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা দল”
বর্তমান আইপিএল খেলতে ভারতে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক সাকিব আল হাসান। কলকাতার হয়ে এবারের আসরে মাঠে নামার তেমন সুযোগ না হলেও ভারতীয় মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা এই অল-রাউন্ডার। কলকাতায় ‘ওয়ান ইন্ডিয়া’ এর কাছে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ দল নিয়ে কথা বলেছেন সাকিব।
সাকিবের মতে, বর্তমান বাংলাদেশ দলটি ইতিহাসের সেরা দল। কারণ হিসেবে সাকিব বলেন, “বর্তমানে আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। পেসার, স্পিনরাও দারুণ খেলছে। আমি মনে করি, বর্তমান দলটা বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা দল। গত দুই বছরের পারফরম্যান্স সে কথাই বলবে। আমরা সঠিক পথেই আছি।”
সর্বশেষ শ্রীলংকা সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবসর নিয়েছেন। নতুন অধিনায়ক সাকিব জানালেন অধিনায়কত্বের চ্যালেঞ্জের কথা, “টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পালন করা মোটেও সহজ নয়, রীতিমত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সাকিব। সব দায়িত্বই এক একটা চ্যালেঞ্জ। আমরা আগের মতো নেই। আগে আমরা টুকটাক জিততাম, এখন নিয়মিতই জিতছি। তবে টি-টোয়েন্টিতে আমাদের আরও এগোতে হবে।”
উল্লেখ্য, আগামীকাল (বৃহস্পতিবার) সকালে দেশে ফেরার কথা আছে সাকিবের। বোনের বিয়ে উপলক্ষ্যে দেশে ফিরবেন তিনি। তবে এবারের আসরে আর আইপিএলে যোগ দিচ্ছেন না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ৫ই মে ইংল্যান্ডের পথে পাড়ি জমাবেন এই অল-রাউন্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন