বাংলাদেশের জয়া আহসান ভারতের বিদ্যা বালানের সঙ্গে !

সৃজিত মুখোপাধ্যায়ের এই মুহূর্তের সবথেকে প্রতীক্ষিত ছবি বেগম জান। ১৪ এপ্রিল ছবিটি সারা ভারতে মুক্তি পাবে। সৃজিতের প্রথম হিন্দি ছবি বলে কথা। রাজকাহিনীর হিন্দি সংস্করণ সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম বলিউড ছবিই এই বেগম জান। তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ নয়। এ গল্প পাঞ্জাব কেটে দুই ভাগ করার। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় একটি গণিকালয় চালাত বেগম জান। তার সেই গণিকালয়ের গল্পই দেখাবে মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজিত বেগম জান। এখানে বেগম জানের চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। রাজকাহিনীতে যে ভূমিকায় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে তার সঙ্গে বাংলাদেশের জয়া আহসানও একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছিলেন। সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি।
সম্প্রতি সৃজিত তার রাজকাহিনী ও বেগমজান ছবি দুটোর পুরো টিমকে একসঙ্গে করেন। সেখানে বিদ্যাবালান ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয়া আহসান উপস্থিত ছিলেন। সেসব ছবি আবার জয়া তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘টিম: রাজকাহিনী ভার্সেস বেগমজান। ছবিগুলোতে দেখা যায়, জয়া বিদ্যা বালান ও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অন্তরঙ্গ ভঙ্গিতে সেলিফিতে পোজ দিয়েছেন।
বেগমজানে বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মার মতো অভিনেতাদের। সৃজিত মুখোপাধ্যায়ের বেগম জানে ১০ বছর পর ফের একসঙ্গে গান করছেন আশা ভোঁসলে ও অনু মালিক।
বাংলা ভাগের প্রেক্ষাপটে রাজকাহিনীর গণিকালয়ের গল্প বাংলার দর্শকদের মনে দাগ কেটেছিল। একইভাবে পাঞ্জাব ভেঙে দুই ভাগ করার গল্প বলে আরও একবার বেগম জান দর্শকের মনে জায়গা করতে পারে কী না তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১৪ এপ্রিল পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন