বাংলাদেশের জয়ের লক্ষ্য ২৮৬ রান

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছিলেন সাকিবরা। আজ চতুর্থ দিনে সফরকারীদের বাকি দুটি উইকেট তুলে নিতেও খুব বেশি সময় নেয়নি মুশফিক বাহিনী। দিনের প্রথম পাঁচ ওভারের মধ্যেই ইংল্যান্ড হারিয়েছে স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটির উইকেট। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ২৪০ রান। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান।
চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই ব্রড সাজঘরে ফিরেছিলেন রানআউটের শিকার হয়ে। দুই ওভার পরে ব্যাটিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার অবশ্য সাকিব আল হাসান। ৮৫ রানের বিনিময়ে তিনি নিয়েছেন পাঁচটি উইকেট। আর প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৮ রানে। ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখিয়েছেন তামিম ইকবাল, অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তামিম খেলেছেন ৭৮ রানের লড়াকু ইনিংস। মাত্র ২ রানের জন্য অর্ধশতক পূর্ণ করতে পারেননি মুশফিক। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩৮ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন