বাংলাদেশের জয়ে বিস্মিত নন ম্যাথুজ
শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে সৌম্য সরকার যখন দিনেশ চান্দিমাল ক্যাচটা মিস করলেন, তখন কি অ্যাঞ্জেলো ম্যাথুজ ভেবেছিলেন এটাই শেষ না! এরপরেও বাংলাদেশ ক্যাচ মিস করেছে, প্রতিবারই ম্যাচ থেকে একটু একটু সরে যাওয়ারই নির্দেশ দিয়েছে। হয়তো ম্যাথুসের মনেও জয়ের আশা বড় হচ্ছিলো। কিন্তু ম্যাচের শেষে জয়ের পতাকা বাংলাদেশ অধিনায়কের হাতে। বাংলাদেশ ক্রিকেট যে উন্নতি করছে তা সবার চোখেই পরিষ্কার। লঙ্কান অধিনায়কও তা স্কীকার করলেন।
রোববার বাংলাদেশের বিপক্ষে ২৩ রানে হেরেছে ম্যাথুজের শ্রীলঙ্কা। সংবাদ সম্মেলনে অনেকটাই ভেঙ্গে পড়া ম্যাথুজকে দেখা গেল। বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কেমন ভাবে দেখছেন, অবাক হয়েছেন কি? এমন প্রশ্নের উত্তরে ম্যাথুস বলেন, ‘আমরা জানি, বাংলাদেশ কেমন দল। গত দুই বছরে তাদের বড় রূপান্তর ঘটেছে। এই সময়ে তারা অনেক বড় দলকে হারিয়েছে। ফলে এই হারে বিস্ময়ের কিছু নেই।’
ম্যাচ জেতার কৃতীত্ব যেমন বাংলাদেশকে দিয়েছেন, হারার দায় পুরোটাই নিজের দলের উপরে দিয়েছেন ম্যাথুস। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং অর্ডার অনেক লম্বা ছিল। তবে দীর্ঘ সময় বাউন্ডারি মারার বল আমরা পাইনি। বিপর্যয়ের এটিই মূল কারণ। তা ছাড়া আমাদের শট নির্বাচনও ঠিক ছিল না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন